এস এম এ রাশেদ :
গতকাল (২৯-০৯-২০১৬) ইং বাদ জুহর হযরত শাহজালাল (রঃ) হাফিজিয়া মাদ্রাসার কনফারেন্স হলে কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।হাফিজি মাদ্রাসার প্রধান শিক্ষক হাঃআব্দুল হালিম সাহেবের সভাপতিত্বে, মাদ্রাসা ছাত্র সংসদের সভাপতি হাঃতাকদিরুল ইসলাম আমজাদের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ আব্দুল মজিদ রিপন,সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্তিত ছিলেন ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক জুবায়দুল ইসলাম জাবেদ,সহ সাধারণ সম্পাদক সাহেল আলী চৌঃ। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন আল ইসলাহর সহ সভাপতি মোঃদেলুয়ার হোসেন খাঁন , ভাটেরা ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী তালুকদার, ভাটেরা ইউনিয়ন তালামীযের সভাপতি ইসমাইল হাসান সাকিল,প্রচার সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদ,অর্থ সম্পাদক মাসুম আহমদ প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে ২০১৬-১৭ সেশনের জন্য হাঃআবু মুসাকে সভাপতি, হাফিজ মোঃ মুসাদ্দেক কে সাধারণ সম্পাদক এবং তাকদিরুল ইসলাম আমজাদ কে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।