তালামীয নিউজ২৪ঃঃ 
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন
তালামীযের নবাগত কমিঠির অভিষেক ও
প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠান গতকাল ২৪
সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় স্থানীয়
টিলাগাঁও ইউনিয়ন জনমিলন কেন্দ্রে অনুষ্টিত
হয়েছে।
টিলাগাঁও ইউনিয়ন তালামীযের সভাপতি মো.
আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
মো. আকমল হোসেনের পরিচালনায় প্রশিক্ষন
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কুলাউড়া
উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর
জব্বার।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুলাউড়া
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী
মাওলানা ফজলুল হক খান সাহেদ।
প্রশিক্ষন কর্মশালায় প্রধান প্রশিক্ষকের
বক্তব্য দেন মৌলভীবাজার জেলা তালামীযের
সভাপতি খন্দকার অজিউর রহমান আসাদ,
কুলাউড়া উপজেলা আল-ইসলাহ সহ-সভাপতি
অধ্যক্ষ মাওলানা আয়ুব আনসারী, উপজেলা
তালামীযের আহব্বায়ক নুরুজ্জামান রাসেল,
যুগ্ম আহব্বায়ক সাহেদ আহমদ, টিলাগাঁও ইউনিয়ন
শাখার উপদেষ্ঠা ডা. মো. কেরামত আলী,
মাওলানা হারুন অর-রশিদ, সভাপতি মাওলানা
ইসমাঈল হোসেন খান, সহ সভাপতি মাওলানা
ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মাওলানা
হাফিজ মশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক
হাফিজ ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মো.
রুহুল আমিন, পৃথিমপাশা ইউনিয়ন তালামীযের
সভাপতি আব্দুল মুক্তাদির, টিলাগাও ইউনিয়ন
তালামীযের সহ-সভাপতি সৈয়দ আব্দুল হাছিব,
মো. আশরাফুর রহমান, মো. সাচ্ছু মিয়া,
সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
 
Top