শাহ আব্দুল মজিদ রাশেদ ভাটেরা প্রতিনিধি ঃ


আজ (২৬-০৯-২০১৬) ইং বাদ আছর ভাটেরা
ইউনিয়ন তালামীযের স্থায়ী কার্যালয়ে
কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন
করা হয়।শাখার সহ সভাপতি হাফিজ জুবেল
আহমদের সভাপতিত্বে এবং বিদায়ী
সাধারণ সম্পাদক আশরাফ আহমদ সাব্বির
এর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত
ছিলেন ইউনিয়ন তালামীযের সভাপতি
ইসমাইল হাসান শাকিল,সহকারি নির্বাচন
কমিশনার হিসেবে উপস্তিত ছিলেন
ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক
হাফিজ বাবলু আহমদ। এ সময় অতিথি
হিসাবে উপস্তিত ছিলেন ইউনিয়ন
তালামীযের সহ সাধারণ সম্পাদক মোঃ
রুহুল আমিন রাজু,সহ সাংগঠনিক সম্পাদক
আব্দুল কাইয়ুম চৌধুরী,প্রচার সম্পাদক শাহ
আব্দুল মজিদ রাশেদ,সহ অফিস সম্পাদক
হাফিজ হাবিবুর রহমান,ভাটেরা কলেজ
তালামীযের অর্থ সম্পাদক জাহাংগীর
হুসেন সেজু,ইউনিয়ন তালামীযের সহ সমাজ
কল্যাণ সম্পাদক আব্দুর রহমান,ভবানিপুর
আঞ্চলিক শাখার সভাপতি শরীফ
আহমদ,সাধারণ সম্পাদক আহমদ
আলী,সাংগঠনিক সম্পাদক সাকিন আলী
প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে ২০১৬-১৭ সেশনের
জন্য হাফিজ জুবেল আহমদকে সভাপতি ও
আহমদ মারুফ আহমদকে সাধারণ সম্পাদক
এবং মোঃ কাশেম আলীকে সাংগঠনিক
সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি
ঘোষনা করা হয়।
 
Top