ফেঞ্জুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ  আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ ২ নং মাইজগাও ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ১৬ আগষ্ট শুক্রবার  দুপুরে ফরিদপুর নয়াবাজারে
অবস্তিত শাহজালাল লতিফিয়া ইসলামী পাঠাগারে
অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
মাইজগাও ইউনিয়ন আল-ইসলাহ সভাপতি জননেতা বদরুল
ইসলাম বেলাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট এম সি
কলেজ শাখার অর্থ সম্পাদক জাহাঙগীর আলম মুজাহিদ,
মাইজগাও ইউনিয়ন শাখার সাবেক সভাপতি হাফিজুল
ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ সদস্য সচিব
মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, মাইজগাও ইউনিয়ন সহ-
সভাপতি হাবিবুল ইসলাম মারুফ, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ
ইউনিয়ন সভাপতি সাদিকুর রহমান রাহেল, অর্থ সম্পাদক
ইসমাইল হোসেন, মাইজগাও ইউনিয়ন সহ-সাংগঠনিক
সম্পাদক এনামুল হক ইমন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ যুগ্ন
আহবায়ক জিয়াউল হক উজ্জ্বল।
অনুষ্ঠানে শাখা সভাপতি তৌফিকুল ইসলাম পুলক এর
সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরান
আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুর্ব ফরিদপুর আঞ্চলিক
শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পশ্চিম ফরিদপুর
শাখার সভাপতি আবু তাহেফ শিবলু, রোম্মান আহমদ লিমন,
শরীফ উদ্দীন, প্রমুখ।
 
Top