তালামীয নিউজ২৪ঃঃ 
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
মৌলভীবাজার সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী খালিশপুর রহমানিয়া সিনিয়র আলিম মাদরাসা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে , গতকাল  ৭ই সেপ্টেম্বর, বাদ জোহর মাদরাসা মিলনায়তনে মাদরাসার আরবি প্রভাষক সদর উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাওলানা আব্দুল মুক্তাদির সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউঞ্চিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক মজলুম ছাত্রনেতা এম এ কাদের আল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারি সোসাইটি মৌলভীবাজার সদর উপজেলা শখার সহ সাধারণ সম্পাদক অত্র মাদরাসার শিক্ষক মাওলানা ক্বারি আশরাফ আলি
সাহেব।

সর্বসম্মতিক্রমে হাফিজ আলি আহমদকে
সভাপতি ও হাফিজ সুহেল আহমদ খানকে সাধারণ সম্পাদক
করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান
নির্বাচন কমিশনার সদর উপজেলা তালামীযের
সাংগঠনিক সম্পাদক মুজিব আজহার। কমিটির অন্যান্য
দায়ীত্বশিলরা হলেন সহ সভাপতি জিবান আহমদ, সহ
সাধারণ সম্পাদক হাফিজ হাসানুজ্জামান খান,
সাংগঠনিক সম্পাদক মুজাম্মিল হক রাহি, সহ সাংগঠনিক
সম্পাদক হাফিজ ফয়সল আহমদ, প্রচার সম্পাদক হাফিজ
আবু তাহের, সহ প্রচার সম্পাদক শুয়েব আহমদ , অর্থ
সম্পাদক হাফিজ নাসির উদ্দিন, অফিস সম্পাদক হাফিজ
দুলাল আহমদ, সহ অফিস সম্পাদক হাবিবুর রহমান,
প্রশিক্ষণ সম্পাদক হাফিজ ইব্রাহীম আলি, সহ প্রশিক্ষণ
সম্পাদক তফাজ্জুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
লোভন আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রমজান
আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাওছার আহমদ, সহ তথ্য ও
প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম মামুন, নির্বাহী সায়েম
আহমদ, মুস্তাকিম আহমদ, মিছবাহুজ্জামান শিপু, শামছুল
ইসলাম, আমির হোসেন।
 
Top