তালামীয নিউজ২৪ঃঃ 
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গণি বলেছেন,
বিভিন্ন নব্য ফিতনা থেকে মুসলমানদের উত্তরণে
তালামীযে ইসলামিয়া মূখ্য ভূমিকা পালন করছে।
ইসলামের নামে সাধারণ মানুষ বিভ্রান্ত করাসহ নিত্য-
নতুন ও চাকচিক্যময় বিষয়াবলীর মাধ্যমে শতধাভিক্ত করা
হচ্ছে মুসলমানদেরকে। এ সময় তালামীয কর্মীরা এক
একজন প্রহরীর ভূমিকায় এ নব্য ফিতনাবাজদের
প্রতিহতের সোচ্চার ভূমিকা পালন করছে। পবিত্র কুরআন
ও হাদীসের অপব্যাখ্যা রোধে তালামীয কর্মীরা সর্বদা
তৎপর রয়েছে।
গত সোমবার গোলাপগঞ্জ উপজেলায় সংগঠনের
দাওয়াতী কর্মসূচী হিসেবে ১১নং শরীফগঞ্জ ইউনিয়নের
দাওয়াতী কর্মসূচী উদ্বোধনকালে তিনি উপরোক্ত
কথাগুলো বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের ফেঞ্চুগঞ্জ
উপজেলার সাবেক সভাপতি মাওলানা জাকির হোসাইন,
সহ-সভাপতি মাওলানা এম এ হাসিব, গোলাপগঞ্জ
উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ
আব্দুল জলিল, ছাতক উত্তরের সাবেক সাধারণ সম্পাদক
মাওলানা মহসিন আলম, ১১নং শরীফগঞ্জ ইউনিয়নের
প্রশিক্ষণ সম্পাদক ইয়াসিন আলী, আল ইসলাহ কে.আই.এন
শাখার সাধারণ সম্পাদক মাষ্টার জামাল আহমদ, মাষ্টার
কাওছার আহমদ, মাওলানা আব্দুল বারী, ইউনিয়নের
দায়িত্বশীল মঈনুদ্দীন আহমদ সহ ইউনিয়ন আল ইসলাহ
তালামীযের নেতৃবৃন্দ।
 
Top