জুড়ীতে ফুলতলা কোনাগাও আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন: আজিজ সভাপতি, উজ্জল সম্পাদক
তালামীয নিউজ২৪ :: সুন্নিয়তের অতন্দ্রপ্রহরী বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের আওতাধীন দক্ষিণ কোনাগাও আঞ্চলিক শাখার ২০১৬-১৭ সেসনের কাউন্সিল অনুষ্টিত হয়।
গতকাল বৃহস্পতিবার ৮সেপ্টেম্বর১৬ ইং বাদ আছর গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও আব্দুল আজিজের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উচ্চ বিদ্যালয় সভাপতি মো.ছাঈদ হোসেন মাইন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো আজিজ আহমদ কে সভাপতি ও উজ্জল আহমেদ কে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট ২০১৬-১৭সেশনএর কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়ীত্বশীলগণ হলেন-
সহ-সভাপতি লোকমান আহমদ,
সহ সাধারণ সম্পাদক
কামাল আহমদ,
সাংঠনিক সম্পাদক ইরফান আহমদ,
সহ সাংঠনিক সম্পাদক মালিক আহমদ,
প্রচার সম্পাদক রেসান আহমদ, সহ প্রচার সম্পাদক শাহজান মিয়া, অর্থ সম্পাদক রহমান মিয়া,
সহ-অর্থ সম্পাদক আরিফ মিয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ছাঈফ আহমদ,
সহ-শিক্ষাও সাহিত্য সম্পাদক রাসেল মিয়া,
অফিস সম্পাদক-তারেক মিয়া, সহ-অফিস সম্পাদক রাজু মিয়া,
প্রশিক্ষণ সম্পাদক পাবেল মিয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদক মান্না আহমদ,
সদস্য:তারেক হোসেন,কোরফান আহমদ,সুরুজ মিয়া,বাদসাহ মিয়া,আব্দুল খালিক,মানিক মিয়া,আব্দুল আহাদ,ময়নুল ইসলাম,নাসিম উদ্দিন,মান্না আহমেদ, মিন্টু মিয়া,সাকিব আহমেদ।