তালামীযে নিউজ২৪ঃঃ
উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল যামানার
মুযাদ্দিদ সামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ .) এর হাতে গড়া বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম শুশৃখল ছাত্র সংগটন, সুন্নি আন্দোলনের দুর্বার মকবুল ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা
শাখার ২০১৬-১৭ সেশনের কাউন্সিল অনুষ্ঠান গতকাল (০৮/০৯/১৬) বৃহঃবার দুপুর ২ ঘটিকায় হযরত শাহজালাল নহরপুর দাখিল মাদরাসা (নবীগঞ্জ) কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানের
সভাপতিত্বে ও সেক্রেটারি সোহেল আহমদের
পরিচালনায় সভায় প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার
হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা তালামীযের
সভাপতি সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
হবিগঞ্জ জেলা তালামীযের সহ-সভাপতি সৈয়দ শাহেদুল
ইসলাম,
সাধারণ সম্পাদক মোবাশ্বির হোসের চৌ:,
সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খাঁন,
সহ-সাংগঠনিক সম্পাদক, জালাল উদ্দিন মো: ধন মিঁয়া,
প্রচার সম্পাদক, আবু সুফিয়ান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ নবীগঞ্জ উপজেলার সভাপতি মাও: এম,এ সবুর,
সাধারণ সম্পাদক মাও: সাজ্জাদুর রহমান সহ প্রমুখ।
কাউন্সিল অনুষ্ঠানে সর্ব সম্মতি ক্রমে নবীগঞ্জ
উপজেলার ২০১৬-১৭ সেশনে, সাইদুর রহমান কে সভাপতি ও
সামছুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য
বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য দ্ধায়িত্বশিল গন হলেন,
সহ সভাপতি: ফখরুল ইসলাম বিলাল,
আদিল আল জাবের
সহ সাধারণ সম্পাদক: আব্দুন নুর
সাংগঠনিক সম্পাদক: সাহিদ আলম
সহ সাংগটনিক সম্পাদক: তোফাজ্জ্বল হোসেন,
আবু সাইদ মো: সায়েম
প্রচার সম্পাদক: মোজাক্কির হুসেন মিলাদ
সহ প্রচার সম্পাদক: মোজাহিদ আহমদ,
জাহেদ হাসান জীবন
অর্থ সম্পাদক: মনসুর আহমদ
অফিস সম্পাদক: জাহাজ্ঞির আলম
সহ অফিস সম্পাদক:
হাফিজুর_রহমান ,
এনাম উদ্দিন
প্রশিক্ষণ সম্পাদক: নাবিল ইসলাম চৌ:
সহ প্রশিক্ষণ সম্পাদক: বদরুল আলম জুয়েল,
জহিরুল ইসলাম
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পা: মাসুদুর রহমান
সহ শিক্ষা ও সাংস্কৃতিক: ইমরান নাযির
তথ্য ও প্রযুক্তি সম্পা: তাবির আহমদ
সহ তথ্য: আব্দুল্লাহ ওমর
সদস্য:
আসাদুর রহমান
ফয়েজ আহমদ
ইউসুফ আহমদ
আব্দুল হান্নান
শুয়াইবুর রহমান
ইমরান চৌ:
কায়ুম চৌ:
সামসুল ইসলাম রায়হান
হাদিস শিকদার
রাজিব উদ্দিন
ফরিদ আহমদ
জহিরুল ইসলাম
আ: বাছিত
বিল্লাল আহমদ
রুহান আহমদ
সুমন আহমদ
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook