স্টাফ রিপোর্টারঃ
 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার আয়োজনে গতকাল ৯সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা জুড়ী নামা বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কামিনীগঞ্জ বাজারস্থ মক্তদীর ম্যানশনের সম্মুখে এক পথসভার মাধ্যেমে সম্পন্ন হয় বিক্ষোভ মিছিল।

জুড়ী উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম কামরুল ইসলামের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আল ইসলাহ র সভাপতি মাওঃ আব্দুশ শহিদ, সিনিয়র সহ
সভাপতি মাওঃ আব্দুল আজিজ লতিফি, সহ-সভাপতি হাফিজ আনফর আলী, অর্থ সম্পাদক
হাফিজ বদরুল ইসলাম, জুড়ি বড় মসজিদের খতিব মাওঃ আব্দুল কুদ্দুছ,বাসট্যান্ড মসজিদের খতিব মাওঃ নজরুল ইসলাম,জাতীয় পার্টির কেদ্রীয় নেতা এডভোকেট মাহবুবুল ইসলাম।
বক্তরা বলেন ঐতিহ্যবাহী জুড়ী উপজেলার প্রাণ কেন্দ্রে
অবস্থিত একটি মসজিদের পাশে পূবালী সিনেমা হল পুনরায় চালু করার পায়তারা চলছে।
সিনেমা হলটি চালু হলে অশ্লীলতার
ব্যাপক প্রচার প্রসার ঘটবে, যুব সমাজের
নৈতিক চরিত্রের উপর প্রভাব পড়বে। স্কুল
কলেজের শিক্ষার্থীরা লেখা পড়া
ছেড়ে অশ্লীল সিনেমার দিকে আকৃষ্ট
হবে।
এই অশ্লীলতা রুখতে যে কোন মূল্যে সিনেমা হল বন্দ করতে হবে।যদি বন্দ না হয়, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবো।
 আরো বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী
সোসাইটি জুড়ী উপজেলা শাখার সাধারণ
সম্পাদক হাফিজ মুহাম্মদ আলী লুজু,
জুড়ি প্রেসক্লাব সভাপতি মঞ্জুরে আলম লাল,সাহিত্য সম্পাদক সাংবাদিক এম রাজু আহমেদ,অর্থ সম্পাদক এবিএম নুরুল হক,আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাহবুব হোসাইন আয়াজ,জুড়ী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ, জুড়ী উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক হাফিজ আইনুদ্দীন আলী,সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আরিফ,প্রচার সম্পাদক হাফিজ জামাদুল ইসলাম,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন মনির, জুড়ী উপজেলা তালামীযের অর্থ সম্পাদক এম হাফিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান পাবেল, জুড়ী শহর আহবায়ক ফয়জুল ইসলাম,জায়ফর নগর ইউনিয়ন সভাপতি আবু সাইদ শরীফ,সম্পাদক সাইদুল ইসলাম,পূর্বজুড়ী ইউনিয়ন সভাপতি এমরান হোসেন,সম্পাদক শামসুল ইসলাম,সাগরনাল ইউনিয়ন  সভাপতি নজরুল ইসলাম খামিছ,সম্পাদক জাকির হোসাইন,ফুলতলা ইউনিয়ন সম্পাদক বেলাল হুসাইন,গোয়ালবাড়ী ইউনিয়ন সম্পাদক হাফিজ ফারহান হোসাইন,গোয়ালবাড়ী কলেজ সম্পাদক আব্দুল হামিদ তাজেল, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ প্রমুখ।!
 
Top