রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
সোনাটিকি আঞ্চলিক শাখার উদ্যোগে খৎনা অনুষ্ঠিত
হয়েছে। গতকাল শুক্রবার (৩০.০৯.২০১৬) জুমআর নামাজের
পর প্রায় ২০জন গরীব শিশুদের খৎনা দেয়া এবং তাদের
মধ্যে ঔষধপত্র প্রদান করা হয়।
খৎনা পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালামীযে
ইসলামিয়া সোনাটিকি আঞ্চলিক শাখার সভাপতি
জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
দেলওয়ারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,
মৌলভীবাজার জেলা তালামীযের সদস্স ও উপজেলা
শাখার সাবেক সভাপতি মুহাম্মদ গৌছুজ্জামান। তিনি
তার বক্তব্যে বলেন, নামাজ-রোযার, তাসবীহ তাহলীলের
মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। সমাজের অসহায় মানুষের খবর
নেয়া এবং তাদের সেবা-খেদমত করাও ইসলামী
আন্দোলনের অন্যতম একটি অংশ। হযরত ওমর (রা:)
প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও রাতের আধাঁরে গরীব
মানুষের খবর নিতেন। নিজে সেবা করতেন। সে গুন আমরা
বর্তমান সময়ে দেখতে পাই মুরশিদে বরহক আল্লামা ইমাদ
উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহর মধ্যে। তালামীযের
ভাইয়েরা সাধ্যমত নিজ নিজ এলাকায় গরীব মানুষের
পাশে দাড়াবেন।
আরো বক্তব্য রাখেন, সোনাটিকি দাখিল মাদরাসার
সুপার মাওলানা শামছুল ইসলাম বকুল, রাজনগর উপজেলা
তালামীযের সহ সভাপতি শাহেদ আহমদ,সহ সাংগঠনক
সম্পাদক সিরাজুল ইসলাম, মাদরাসার সভাপতি সৈয়দ রজব
আলী, জাহাঙ্গিও আলম, গোলাম মোস্তফা, মিরাজ
আহমদ প্রমূখ।

 
Top