শাহজালাল লতিফিয়া ফুলতলী বাংলাদেশ জামে মসজিদ মাদ্রিদ স্পেনে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ফলাফল পুরষ্কার ও সার্টিফিকেট বিতরন অনুষ্টান সম্পন্ন
তালামীয নিউজ২৪ঃঃ
আনজুমানে আল ইসলাহ স্পেন এর মুহতারাম সভাপতি মাও:আসাদুজ্জামান রাজ্জাক সাহেব এর সভাপতিেত্ত্ব সাধারন সম্পাদক মাও:খলিলুর রহমান ও মাও:এম আবুল কালাম শিবলু সাহেব এর যৌথ পরিচালনায় পবিএ কোরআন থেকে তিলাওয়াত
করেন মাও:আতিকুর রহমান সাহেব ইমাম অএ মাসজিদ,গজল পরিবেশন করেন হাফেজ আবুল কাশেম,শুভেচ্ছা ব্ক্তব্য রাখেন জনাব মাহবুবুর রহমান সাহেব সাংগঠনিক সম্পাদক আল ইসলাহ স্পেন, প্রধান অথিতির ব্ক্তব্য রাখেন
আনজুমানে আল ইসলাহ মিডল্যানড ইউকে এর সম্মানিত সহ-সভাপতি মাও:রুকন উদ্দিন সাহেব.
বিশেষ অথিতির ব্ক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ পর্তুগাল এর সম্মানিত প্রচার সম্পাদক মাও:কামরুল ইসলাম সাহেব
বিশেষ অথিতির ব্ক্তব্য রাখেন জনাব শফিক চৌধুরী (গনি) সাহেব সভাপতি শাহজালাল সুন্নি জামে মসজিদ বারমিংহাম,
ব্ক্তব্য রাখেন জনাব জহিরুল ইসলাম সাহেব
সাংবাদিক বকুল আহমেদ,জনাব লুৎফুর রহমান সাহেব,জনাব,সাইফুল ইসলাম সাহেব,জনাব আবুল কাসেম সাহেব,জনাব আসাদুজজামান সাদ প্রমুখ।