জামানার মুজাদ্দিদ, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা
হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব
কিবলাহ ফুলতলী (রহ.)-এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারা পশ্চিম উপজেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান ২৯/১০/১৬ ইং রোজ  শনিবার উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ  আখতার হুসাইন জাহেদ বলেছেন তালামীযে ইসালামিয়া প্রতিষ্টা কাল থেকে ছাত্রদেরকে মেধাবী করতে সাহায্য করে। তাদেরকে আল্লামা ফুলতলী রাহ. এর আদর্শে আদর্শিত হয়ে তালামীয কর্মিদের কাজ করতে হবে।  ছাত্ররা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তাই আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা করার জন্য লংমার্চ করেন। তার সফল প্রচেষ্টা  জন্য সরকার বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় এর কার্যক্রম শুরু করেছে।এর মাধ্যমে তালামীয কর্মিরা মেধাবী হিসেবে গড়ে ওঠে।  দেয়ারা পশ্চিম উপজেলার
সভাপতি আবদাল হুসাইন অপু এর সভাপতিত্বে ও উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আল- আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ওও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহিবুর রহমান আখতার,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- সুনামগঞ্জ জেলা তালামীয এর মোহাম্মদ বদরুজ্জামান ছাদিক, সাংগঠনিক সম্পাদক- মুহা. ছালিক আহমদ সুমন,  অর্থ সম্পাদক- আব্দুল কাইয়ূম, অফিস সম্পাদক - নুর হুসেন। উক্ত  অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন দোয়ারা পশ্চিম এর, সহ- সভাপতি, মনির হুসেন, রুমান আহমদ, সহ উপজেলা এবং ইউ. পি এর নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top