তালামীয নিউজ :
গতকাল ২৩ অক্টোবর রবিবার কুলাউড়া জনমিলন কেন্দ্রে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত।
উপজেলা শাখার আহবায়ক নুরুজ্জামান রাসেলের
সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ ও সদস্য সচিব আব্দুস সামাদ আজাদের যৌথ পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন “তালামীযের ইতিহাস আদর্শ রচনার ইতিহাস, এই বাংলাদেশের শিক্ষাঙ্গনে তালামীযের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, এই বাংলাদেশের শিক্ষাঙ্গনে তালামীযের মাধ্যমে সৌন্দর্য প্রতিষ্ঠিত হয়েছে”।
খলিফায়ে ফুলতলী হাফিয মহসিন খানের
উদ্বোধনের মাধ্যমে আরো বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ
সভাপতি মুফতি মাওঃ শামসুল ইসলাম,
কেন্দ্রীয় তালামীযের সাংগঠনিক  সম্পাদক মুহিবুর রহমান,
কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী
মাওঃ ফজলুল হক খান সাহেদ, জেলা তালামীযের
সভাপতি খন্দকার অজিউর রহমান আসাদ, সাধারন
সম্পাদক, এম এ জলিল, কুলাউড়া উপজেলা আল ইসলাহ সভাপতি অধ্যক্ষ মাওঃ আব্দুল জব্বার, সহ সাধারণ সম্পাদক, কাজী মাওঃ জাকির হোসেন, কাজী মাওঃ মখলিছুর রহমান, কাজী লিয়াকত আলী, মাওঃ আব্দুল কাইয়ুম, পৌর আল ইসলাহ সহ সভাপতি কাজী খন্দকার ফখরুল ইসলাম, উপজেলা আল ইসলাহ সাংগঠনিক  সম্পাদক হাফিয শামসুল ইসলাম,
আল ইসলাহ নেতা ডাঃ কেরামত আলী, জাবের আহমদ, সুরুজ মিয়া, মাওঃ আনসার উদ্দীন,
সাবেক তালামীয নেতা এবাদুর রহমান, তালামীয নেতা
মাহবুব হোসেন সুমন, আব্দুশ শুকুর সরকুম, আফজাল হোসেন  সাজু, শাহাজাহান আলম প্রমুখ।
 
Top