তালামীয নিউজ ২৪:: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী বলেছেন, তালামীযে ইসলামিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদা ও বিশ্বাসের উপর ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আর আহলে সুন্নাতের আক্বীদায় অটল বিশ্বাসের কারণেই যে সময়ে দাড়ি-টুপিওয়ালা এক শ্রেণীর মানুুষ কালেমা পড়ে নিরীহ মানুষকে হত্যা করছে। সেই সময়েও তালামীয কর্মীরা বিনয় নম্রতা আর সহনশীলতার পরিচয় দিচ্ছে। এই ধারা অব্যাহত রেখে দুনিয়াবী লোভ লালসার উর্ধ্বে উঠে তালামীয কর্মীদের কাজ করে যেতে হবে।
তিনি বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলা তালামীযের স্তর উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা কনফারেন্স রুমে উপজেলা (দক্ষিণ) তালামীযের সভাপতি মুহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ সেবুলের পরিচালনায় অনুষ্ঠানের শুরতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সবুর আহমদ। তারানায়ে তালামীয পরিবেশন করেন হাসান আহমদ। প্রশিক্ষণ প্রদান করেন আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, মিয়ার বাজার আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তালামীযের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মারুফ হোসাইন, সিলেট পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আখতার আলী, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাবেক উপজেলা তালামীয সভাপতি মাওলানা আজিজুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ শেষে এম.সি.কিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
Top