সদর তালামীযের সদস্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন যোগ্য নেতৃত্বের অভাব হলে সংগঠন বিকশিত হয় না ----মুহা: শরীফ উদ্দীন
বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি মুহা: শরীফ উদ্দীন বলেছেন, ইসলামী আন্দোলন ত্যাগের আন্দোলন। বদর, ওহুদ, কারবালাসহ মুসলমানরা যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সর্বযুগে আমাদের জন্য অনুস্মরণীয়। সঠিক নেতৃত্বের মাধ্যমে সময়ে সময়ে ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। যোগ্য নেতৃত্বের অভাব থাকলে ইসলামী আন্দোলন বিকশিত হবে না।
তিনি গতকাল ২৭ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলা কর্তৃক আয়োজিত উপজেলা সদস্য প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলার সভাপতি মুহা. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আব্দুল মান্নানের পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সহ প্রচার সম্পাদক কাওসার আহমদ, তারানায়ে তালামীয পরিবেশন করেন সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মোঃ রুকন উদ্দিন।
অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন আল-ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাও. আজিজুর রহমান, আল-ইসলাহ সদর উপজেলা সভাপতি মাও. আজিজ আহমেদ, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাও. ক্বারী নুরুল হক, তালামীযের কেন্দ্রীয় সদস্য সুহায়ীল আহমদ তালুকদার, সিলেট পশ্চিম জেলার সভাপতি সাইফুর রহমান শুভ, লতিফিয়া ক্বারী সোসাইটি সিলেট সদর (পূর্ব) উপজেলার সভাপতি মাও. মুহা. মুজাহিদ উদ্দিন, জেদ্দা আল-ইসলাহ’র সভাপতি ক্বারী শামসুল ইসলাম, কাজিরগাঁও জালালিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. তাজ উদ্দিন, প্রমুখ। সিলেট পশ্চিম জেলার অর্থ সম্পাদক আলী আনহার শাহান, সহ অফিস সম্পাদক মুহা. শাহাব উদ্দিন, সদর তালামীযের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ।