সুন্নী আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার শহর শাখার আওতাধীন রানীমুড়া আঞ্চলিক শাখার কাউন্সিল অধিবেশন গতকাল বাদ আছর রানীমুড়া জামে মসজিদে অনুষ্টিত হয়।
উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা তালামীযের সভাপতি এম এ মকসুদ জুনেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সাধারন সম্পাদক এম কামরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক হা: আইনুদ্দীন আলী,সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আরিফ,
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী শহর তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক হা: বেলাল আহমদ,
সভায় সর্ব সম্মতিক্রমে হোসাইন আহমদ কে সভাপতি, রুমন আহমদ কে সাধারণ সম্পাদক ও সুজেল আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ২০১৬-১৭ সেশনের
৩৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
হোম
»
আঞ্চলিক তালামীয
» জুড়ীতে রানীমুড়া আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন- হোসাইন সভাপতি রোমন সাধারন সম্পাদক -------------------------------------------------------