কারবালার সেই ত্যাগ লালন করে তালামীয কর্মীদের মাঠে ময়দানে কাজ করতে হবে " মো আব্দুল মুহিত রাসেল "
তালামীয নিউজ :
বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামীয়ার মুহতারাম কেন্দ্রীয় সিনিয়র সদ্যস ও হবিগন্জ শাহ জালাল ওয়েলফেয়ার আউডিয়াল সোসাইটি প্রতিষ্টাতার সভাপতি ছাএ নেতা আব্দুল মুহিত রাসেল বলেছেন " কারবালার সেই ত্যাগ লালন করে তালামীয কর্মীদের মাঠে ময়দানে নিরলস ভাবে কাজ করতে হবে " তিনি আরে বলেন " তালামীযে ইসলামীয়া ইসলামের আকিদ্বা আর্দশ প্রচার প্রসারে কাজ করে যাচ্ছে " তিনি আজ ৮ অক্টেবর ২০১৬ শনিবার বিকাল ৪ঘটিকায় " নবীগন্জ উপজেলা কর্তৃক পবিএ আশুরা উপলক্ষে আলোচনা সংর্বধনা অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন উপজেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সমপাদক মো সামসুল ইসলামের পরিচালনায় " প্রধান অতিথি ছিলেন " সংবর্ধিত ব্যাক্তি ' বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ সহ প্রচার সম্পাদক মাও "কাজী এম এ হাসান আলী সাহেব " বিশেষ অতিথি " নবীগন্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও সাজ্জাদুর রহমান "জেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক মো" জালাল উদ্দিন ধন মিয়া পৌর আল ইসলাহ সহ সভাপতি মাও মোস্তাকিম বিল্লাহ আতিকী 'সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাঈল মিয়া উপজেলা আল ইসলাহ অফিস সম্পাদক মাও ফিরোজ আহমদ ' উপজেলা তালামীয সহ সভাপতি শেখ ফখরুল ইসলাম বিলাল সহ সাধারণ সম্পাদক আব্দুর নুর 'সহ প্রচার সম্পাদক মো " জাহেদ হাসান জিবন প্রমৃখ