তালামীয নিউজ ২৪::
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অধ্যক্ষ (অব.) হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন মহাপাপী এজিদের প্রতি লানত এবং আহলে বায়তের প্রতি মুহাব্বাত প্রদর্শন ঈমানের বহি:প্রকাশ। প্রকৃত মুমিন ব্যক্তি কখনো এজিদকে সমর্থন করতে পারেনা। কেননা সে আহলে বায়তের প্রতি ইতিহাসের জঘন্যতম নৃশংস কর্মকাণ্ডের মাধ্যমে আহলে বায়তের প্রতি চরম বিদ্বেষের পরিচয় দিয়েছে,কাবা শরীফে আগুন জ্বালিয়েছে,পবিত্র মদীনা শরীফে তিন দিন পর্যন্ত লুণ্ঠন,সাহাবিদের উপর নির্মম হত্যাযজ্ঞ এমনকি ঈমানদার নারীদের ইজ্জত হরণ করিয়েছে।এজন্য সে আল্লাহ,রাসুল এবং মুমিনের লানতযোগ্য, নিষ্টুর, মহাপাপী হিসেবে ধিকৃত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত।
তিনি আরো বলেন-এজিদের প্রেতাত্নাদের খপ্পর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। নচেৎ নরকের পথিক হওয়ার আশংকা থাকবে। গতকাল আনজুমানে তালামিযে ইসলামিয়া কাজলসার ইউপি শাখার উদ্দোগে আটগ্রামে 'আশূরার তাৎপর্য শীর্ষক' সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি আহমদ আল মনজুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাঃ আব্দুল হালিমের পরিচালনায় আলোচনা পেশ করেন সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সভাপতি মোজতবা হাসান চৌধুরী নুমান, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি প্রভাষক মাওলানা মুহিবুর রহমান,উপজেলা তালামিযের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,আল ইসলাহ কানাইঘাট উপজেলা শাখার সহ সম্পাদক মাওঃ ইয়াহইয়া আহমদ চৌধুরী,জকিগন্জ উপজেলা তালামিযের সহ প্রচার সম্পাদক নাজির আহমদ,মানিকপুর ইউ/পি শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম মায়রুফ।হাঃ ইসমত হোসাইনের কোরান তেলাওয়াত এবং হাঃ জাকির আহমদের নাত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এ বিশাল সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন-ইছামতি কামিল মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষক মাওঃ আব্দুল আজিজ,বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওঃ আব্দুন নূর, ইছামতি কামিল মাদরাসার শিক্ষক মাওঃ আব্দুল কাইয়ূম, আল ইসলাহ নেতা মাওঃ হারুনুর রশিদ,কাজি বজলুর রশিদ, উপজেলা তালামিযের অফিস সম্পাদক হোসাইন আহমদ,মানিকপুর ইউপি শাখা সভাপতি আহমদ হোসাইন আইমান, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী প্রমুখ।
হোম
»
ইউনিয়ন তালামীয
» 'আহলে বায়তের প্রতি মুহাব্বাত ঈমানের বহিঃপ্রকাশ' --হযরত অাল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী