শাহ্ সাবের হাসান সাকিবঃ গত ২৮/১০ /১৬ ইং তারিখে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া জালালপুর ইয়নিয়নের আওতাধীন রায়খাইল আঞ্চলিক শাখা ককর্তৃক আয়োজিত ৪র্থ লতিফিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। উক্ত পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন জালালিয়া সিনিয়র ফাযিল মাদরাসার প্রিন্সিপ্যাল জ.উ.ম আব্দুল মুনাঈম। সচিবের দায়ীত্ব পালন করেন আব্দুল মুহিত জানু এবং যুগ্ম সচিবের দায়ীত্ব পালন করেন আজিম আহমদ। লতিফিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার কেন্দ্র ছিল দুই টি।
* রায়খাইল সঃ প্রাঃ বিদ্যালয়।
* রায়খাইল হাঃ দাঃ মাদ্রাসা।
স্কুলের ছাত্র-ছাত্রীদের কেন্দ্র স্কুল এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কেন্দ্র মাদ্রাসা। উক্ত পরীক্ষার হল সুপার ছিলেন ২ জন।
রায়খাইল সঃ প্রাঃ বিদ্যালয়ে হল সুপারের দায়ীত্ব পালন করেন সর্বজন শ্রদ্ধাবাজন শিক্ষক জনাব,আব্দুর নুর সাহেব এবং রায়খাইল হাঃ দাঃ মাদ্রাসায় হল সুপারের দায়ীত্ব পালন করেন শ্রদ্ধাবাজন শিক্ষক জনাব আব্দুস শহিদ সাহেব। লতিফিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫৮ জন।এর মধ্যে ১০ জন অনুপস্থিত এবং মাদ্রাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮২ জন এর মধ্যে২ জন অনুপস্থিত।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook