বাংলাদেশ  আনজুমানে
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক ছাত্রনেতা রেদওয়ান আহমদ চৌধুরী
বলেন- সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি
তাদের মাধ্যমে আমরা আল্লাহ'র দ্বীন
পেয়েছি। আমরা কুর'আন, হাদিস ও রাসুল (সাঃ) এর জীবন বৃত্তান্ত
পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে । তাদের মর্যাদাহানি করে তাদেরকে সমালোচনার বিষয়বস্তু বানিয়ে প্রকারান্তরে কুর'আন ও সুন্নাহ অস্বীকার করার পথ সুগম করা হচ্ছে। যারা এ নীল নকশা বাস্তবায়ন করতে চায় তাদের থেকে ছাত্রসমাজকে হেফাজত রাখতে হবে। তালামীয কর্মীদেরকে সাহাবায়ে কেরামের আদর্শে জীবন গঠন করতে হবে এবং তাদের ত্যাগ ও রাসূল সা. এর প্রতি ভালোবাসার প্রকাশকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে ।
তিনি গতকাল ৩১ অক্টোবর শনিবার
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া জুড়ী
উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দিনব্যাপী
সদস্য স্তর উন্নয়ন পরিক্ষা ও
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির
বক্তব্যে উপরোক্ত কথা গুলো
বলেন।
জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায়
উপজেলা সভাপতি এম এ মকসুদ জুনেদের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কামরুল
ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির
বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া
কেন্দ্রীয় পরিষদের অফিস সম্পাদক
উসমান গনি, মৌলভীবাজার জেলা তালামীযের
সভাপতি খন্দকার অজিউর রহমান আসাদ,
জুড়ী উপজেলা আল ইসলাহ সভাপতি মাওঃ
আব্দুশ শহিদ, সিনিয়র সহ-সভাপতি মাওঃ
আব্দুল আজিজ লতিফি, সাধারণ সম্পাদক মাওঃ
তাজ উদ্দিন, সিলেট মহানগর তালামীযের
তথ্য ও প্রযুক্তি সম্পাদক শায়খুল ইসলাম,
জুড়ী উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি
হাফিজ আনফর আলী, লতিফিয়া ক্বারী
সোসাইটি জুড়ী উপজেলা সেক্রেটারি হাফিজ
মোহাম্মদ আলী লুজু, জায়ফর নগর
ইউনিয়ন আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওঃ
সাইদুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের
সাবেক সভাপতি কাজী মাওঃ ময়নুল ইসলাম,
হাকিম আল হাসান, সাবেক সাধারণ সম্পাদক
তাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি নাজমুল
ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের যুগ্ম
সাধারণ সম্পাদক আইনুদ্দীন আলী, প্রচার
সম্পাদক হাফিজ জামাদুল ইসলাম, প্রশিক্ষণ
সম্পাদক মিজানুর রহমান পাবেল, অফিস
সম্পাদক বেলাল হুসাইন,জুড়ী কলেজ
তালামীযের সভাপতি হাফিজ জমির
উদ্দিন,সাবেক সভাপতি আবু সাঈদ শরীফ,
সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন জুড়ী
উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওঃ
আব্দুল ওয়াহিদ,অর্থ সম্পাদক হাফিজ বদরুল
ইসলাম, জুড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল
ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সাংগঠনিক
সম্পাদক এম জয়নাল আরিফ,অর্থ সম্পাদক
হাফিজুর রহমান, সহ অফিস সম্পাদক হাফিজ
লুৎফুর রহমান প্রমূখ।

 
Top