উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল
রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন উস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল আরিফীন,আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) এর হাতে গড়া সুন্নী ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা শাখা আওতাধীন কাকুরা প্রথমিক শাখার ২০১৬-১৭ইং
সেশনের কাউন্সিল ৪ নভেম্বর
শুক্রবার বাদ জুম"আ
অস্থায়ী কার্যালয় কাকুরা অনুষ্টিত হয়।
আব্দুল আলিম মেম্বারে'র সভাপতিত্বে
ও শহিদ আহমদ তালুকদারে'র
সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত
ছিলেন ছাতক (উত্তর ) উপজেলা শাখার
সহ-সভাপতি কুতুব উদ্দীন সালেহী
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে
উপস্থিত ছিলেন ছাতক (উত্তর) উপজেলা
শাখার সাধারণ সম্পাদক
মোঃ ইসলাম উদ্দীন
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে -----
খালেদ আহমদ-কে সভাপতি ও
রিজ্জাদ আহমদ তালুকদার-কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন-সহ-সভাপতি লোকমান আহমদ,
সহ-সাধারন সম্পাদক ইমাদ আহমদ,
সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ,
সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ,
প্রচার সম্পাদক হাফিজুর রহমান,
সহ প্রচার সম্পাদক ফাহিম আহমদ,
অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম,
সহ-অর্থ সম্পাদক ছানাউল হক,
অফিস সম্পাদক অলিউর রহমান
সহ-অফিস সম্পাদক ইমন আহমদ,
প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান,
সহ-প্রশিক্ষন সম্পাদক আব্দুর রউফ,
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গুফরান আহমদ,
সহ- শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
মুহিবুর রহমান,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লায়েক আহমদ,
সহ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ,
নিবার্হী সদস্য- সাইফুল ইসলাম,
নিবার্হী সদস্য- জহির,
নিবার্হী সদস্য- আবু সাঈদ,
নিবার্হী সদস্য- আমিনুল হক,
নিবার্হী সদস্য- মুহিবুর রহমান,
নিবার্হী সদস্য- ছাদিকুর রহমান,
নিবার্হী সদস্য- লাহিন,
নিবার্হী সদস্য- আবু বক্কর,
এসময় আরো উপস্থিত ছিলেন
ছাতক (উত্তর) উপজেলা শাখার
সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাঈম, দক্ষিণ খুরমা ইউনিয়ন শাখা'র সভাপতি মোঃ হাসান আহমদ, অফিস সম্পাদক হেলাল উদ্দীন, উত্তর খুরমা ইউ/পি শাখার সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ধারন বাজার তালামীযের আহব্বয়ক শহিদ আহমদ তালুকদার,
নাঈম আহমদ,রাজুল, আব্দুল কাইয়ুম,প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top