খলিল আহমদঃ বালাগনজ উপজেলা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ০৫-১১-২০১৬ইং।
স্থানঃইসলামীয়া আলিম মাদ্রাসা,তিলকচান পুর।
সভায় বালাগনজ উপজেলা তালামিযের সাধারণ সম্পাদক হাফিজ জুনেদ আহমদের পরিচালনায়,উপজেলা সভাপতি হাফিজ ইমন আহমদের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রিয় তালামিযের সভাপতি,জনাব ফখরুল ইসলাম সাহেব,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক,জনাব মুহিবুর রহমান সাহেব,বিশেষ অতিথি কেন্দ্রিয় সহ প্রচারওপ্রকাশনা সম্পাদক জনাব হুমায়ুনুর রহমান লেখন,কেন্দ্রিয় সদস্য জনাব তওরিছ আলী সাহেব,সিলেট জেলা পশ্চিমের সভাপতি জনাব ছাইফুর রহমান শুভ,সিলেট  জেলা পশ্চিমের সাধারণ সম্পাদক জনাব জাহেদুর রহমান সাহেব,সিলেট জেলা পশ্চিমের সাংগঠনিক সম্পাদক জনাব শেখ আলী হায়দার সাহেব,হাফিজ আব্দুস সালাম সাহেব,আরো বক্তব্য রাখেন বালাগনজ আল ইসলাহ সভাপতি মাঃকাজী লুৎফুর রহমান সিরাজী সাহেব,ওসমানী নগর আল ইসলাহ সভাপতি মাঃ সাদিকুর রহমান শিবলী,বালাগনজ আল ইসলাহ সহ সভাপতি মাঃ কাজী মনজুর রহমান সাহেব,শুভেচ্চা  বক্তব্য রাখেন বালাগনজ উপজেলা সহ সাধারণ সম্পাদক হাফিজ জয়নাল আবেদিন।এছাড়াও বালাগনজ উপজেলা তালামিযের নের্তৃবৃন্দ উপস্তিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top