বাংলাদেশ আনজুমানে আল
ইসলাহ’র যুগ্ম মহাসচিব, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সহকারী
অধ্যাপক আহমদ হাসান চৌধুরী
ফুলতলী বলেছেন, সর্বোচ্চ শান
শওকতের মধ্য দিয়ে পবিত্র ঈদে
মিলাদুন্নবী (সা.) পালন করতে
হবে। তিনি বলেন রাসূলের শান ও
মানকে আল্লাহ রাব্বুল আলামিন
‘অরা ফা’না লাকা জিকরাক’
বলে বুলন্দ করে দিয়েছেন। তিনি
আরবি কবি হাস্সান বিন
সাবিতের কবিতার উদ্ধৃতি দিয়ে
বলেন, রাসূলের শান ও মান ততোটুকু
পর্যন্ত বুলন্দ করা যাবে যে পর্যন্ত
না তা শিরকের পর্যায়ে না যায়।
আজ ১৮ ডিসেম্বর দুপুরে
মৌলভীবাজার এম সাইফুর রহমান
অডোটরিয়ামে বাংলাদেশ
আনজুমানে তালামীযে
ইসলামিয়া মৌলভীবাজার
জেলা শাখার উদ্যোগে
আয়োজিত পবিত্র ঈদে
মিলাদুন্নবী (সা.) উপলক্ষে
র্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি
একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, রাসূল (সা.) এর
জন্মদিবস কোন মুসলমান অস্বীকার
করতে পারে না। মিলাদুন্নবী
পালনের পদ্ধতি নিয়ে বিতর্ক
থাকলেও মিলাদুন্নবী (সা.)
নিয়ে বিতর্ক কোন মুসলমান করে
না। ঈদে মিলাদুন্নবী (সা.) পালন
উপলক্ষে ‘র্যালী’ করা ও
মিলাদুন্নবীর দিনকে ‘ঈদ’ বলার
দলিল হাদিস শরীফ থেকে প্রদান
করেন।
তিনি তালামীয কর্মীদের রাসূল
(সা.) এর জীবনাদর্শ অনুসরণের
তাকিদ দিয়ে বলেন, পদে পদে
রাসূল (সা.) এর সুন্নাতের পূর্ণঅনুসরণ
ও অনুকরণ করতে হবে। রাসূলের
সিরাত ও সুরতের অনুসারী হয়ে
নবী প্রেমের নজরানা পেশ করতে
হবে।
মৌলভীবাজার জেলা
তালামীযের সভাপতি খন্দকার
ওজিউর রহমান আসাদের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
এম.এ জলিলের পরিচালনায় সকাল
১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে
প্রধান বক্তার বক্তব্য রাখেন
কেন্দ্রীয় তালামীযের সভাপতি
মো. ফখরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
মৌলভীবাজার সদর উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান
হাফিয আলাউর রহমান টিপু,
মৌলভীবাজার জেলা আল
ইসলাহ’র সভাপতি মুফতি
মাওলানা শামছুল ইসলাম, সাধারণ
সম্পাদক মাও. এম.এ আলিম,
সাংগঠনিক সম্পাদক মাও. সৈয়দ
ইউনুছ আলী, আল ইসলাহ নেতা
কামাল উদ্দিন, মাও. সিরাজুল
ইসলাম মাসুক, হাফিয বজলুর রহমান,
মাও. শফিকুল আলম সুহেল,
সাপ্তাহিক পূর্বদিকের সহযোগী
সম্পাদক সালাহ উদ্দিন ইবনে
শিহাব, কেন্দ্রীয় তালামীযের
অর্থ সম্পাদক হাফিয কাওছার আহমদ,
অফিস সম্পাদক উসমান গনী,
সহঅফিস সম্পাদক ওয়ালিউর রহমান
সানী, সহপ্রশিক্ষণ সম্পাদক জায়েদ
আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য
বেলাল উদ্দিন কামরান, আব্দুল
মুহিত রাসেল, মৌলভীবাজার
জেলা তালামীযের সাংগঠনিক
সম্পাদক মুজাহিদ আহমদ, অর্থ সম্পাদক
রাজন আহমদ, সদর উপজেলা
তালামীযের সভাপতি হাফিয
জামাল আহমদ, শহর তালামীযের
সদস্য সচিব হাফিয আবু জাফর রিপন,
কলেজ তালামীযের সভাপতি
শফিউল আলম জুবেল প্রমুখ।
আলোচনা সভা শেষে শহরের এম
সাইফুর রহমান অডিটোরিয়াম
প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়।
র্যালিতে নেতৃত্ব দেন আল ইসলাহর
যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ
হাসান চৌধুরী ফুলতলী,
মৌলভীবাজার জেলা আল ইসলাহ
ও তালামীযে ইসলামিয়ার
নেতৃবৃন্দ।
রাসূলের শানে রঙ বেরঙের
কাগজে লিখিত কাসিদা,
কালজয়ী কবিতার শ্লোক,
দৃষ্টিনন্দন প্ল্যাকার্ড, ফেস্টুন, দলীয়
ও জাতীয় পতাকা হাতে নিয়ে
র্যালি চলতে থাকে। র্যালির
সম্মুখভাগে ছিল বিশাল
মোটরযাত্রা। শিল্পীরা তাদের
দরদমাখা কণ্ঠে রাসূলের শানে
বিভিন্ন নাত পরিবেশন করে।
র্যালিতে সহস্রাধিক ছাত্রজনতা,
আশিকে রাসূল ও বিভিন্ন
প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত
ছিলেন। হযরত সৈয়দ শাহ মোস্তফা
(রহ.) দরগা প্রাঙ্গণে গিয়ে
র্যালি শেষ হয়। পরে মিলাদ
মাহফিল, দোয়া ও শিরনী
বিতরণের মধ্য দিয়ে পুরো
অনুষ্ঠানের সমাপ্তি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top