বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় সাধারন সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী বলেছেন, উনিশ শতকে ভারতীয় প্রত্যন্ত অঞ্চলে মুসলিম সমাজে কুসংস্কার প্রথা ব্যাপকহারে পরিলক্ষিত হয়। তখন মুসলমানরা নিজস্ব সংস্কৃতি ভূলে ভিন্নধর্মী সংস্কৃতির অনুসরণ শুরু করে। ধর্মীয় মূল্যবোধ বলতে তাদের মধ্যে নূন্যতম কিছুই ছিল না। এমনি অবস্থায় মুসলিম সমাজে মুসলমানদের নিজস্ব সংস্কৃতি সমাজে প্রতিষ্ঠিত করতে হাদিয়ে বাঙ্গাল হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী(র.) সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) এর চেতনা নিয়ে মুসলিম সমাজে ইসলামী তাহযীব তামাদ্দুন প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। যার ফলে মুসলিম সমাজে তার হারানো ঐতিহ্যে আবার ফিরে আসে।

তিনি গতকাল মঙ্গলবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে হাদিয়ে বাঙ্গাল হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী (র.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও যুক্তরাজ্য প্রবাসী মাও. আনোয়ার হোসাইন ও আব্দুল কাদির এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর তালামীযের সভাপতি এনাম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, সংবর্ধিত ব্যক্তি সিলেট মহানগর তালামীযের সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাজ্যস্থ গাউসুল আজম জামে মসজিদ ডার্লউইচ এর খতিব মাওলানা আনোয়ার হোসাইন, ইসলামিক সোস্যাল ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ.কে এর জেনারেল সেক্রেটারী মাওলানা আব্দুল কাদির, সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি সাইফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান।
সিলেট মহানগর তালামীযের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগরীর প্রচার সম্পাদক আরিফ আহমদ, অফিস সম্পাদক শেখ মনোয়ার হোসেন, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী আহমদ চৌধুরী, ৮নং ওয়ার্ড সভাপতি শামসুদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাও. নুরুল হক, এম.সি কলেজ তালামীযের সভাপতি আহমদ শরীফ, আব্দুল আজিম ফারহান, হোসাইন আহমদ, আজাদ হোসেন, তাজুল ইসলাম, আতিকুর রহমান, এইচ কে নোমান, আরিফ হোসেন সামাদ, মাশহুদ মহসিন প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top