আজ ৩১ শে ডিসেম্বর রোজঃ শনিবার, দক্ষিণ বাড়ন্তী প্রাইমারী স্কুলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া ইসলামী সমাজসেবা পারিষদ  দক্ষিণ বাড়ন্তী শাখার যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদানে জনসচেতনতামমূলক ক্যাম্পেইন অনূষ্ঠিত হয়েছে। মৌলভীবারের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন রাইট টার্গেট গ্রুপ অব বাংলাদেশ ও LTC BLOOD DONORS এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে ৩৭৮ জন লোকের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করা হয়ে, এখান থেকে অনেকেই সেচ্ছায় রক্তদানের আগ্রহ প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top