গতকাল ২৮/১২/১৬ বুধবার সকাল
১০ ঘটিকা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৫নং দৌলতপুর ইউনিয়ন শাখা'র উদ্যোগে  পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্টানের আয়োজন করা হয়, শাখার সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক ছালেহ আহমদ নিজাম এর পরিচালনায়,সামছুর রহমান লিমনের কোরআন তেলাওয়াতে এবং জহিরুল ইসলাম মাহদির গজল পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া
অনুষ্টানে প্রধান অতিথি-হিসেবে বক্ত্য রাখেন বিশ্বনাথ(দক্ষিণ) উপজেলা তালামীযের  সভাপতি জনাব মুহাম্মদ আবুল কাসেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব মাওলানা: হুসাইন মুহাম্মদ সাইফুল্লাহ,জনাব শফিক আহমদ পিয়ার,
বক্তব্য রাখেন জনাব হেলাল আহমদ সেবুল, রাজিব আহমদ রামিম, মোশাররফ হোসেন, উপস্থিত ছিলেন আব্দস সবুর,  শাহ জাহান আহমদ। আবু সুফিয়ান,আল মাহমুদ কাউছার, সেবুল আহমদ, আব্দুল হক,
প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top