বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্ন¦বী (সা.) উপলক্ষে সিলেটের বিশ্বনাথের বাগিছা বাজারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনজুমানে তালামীযে ইসলামীয়ার ব্যানারে বৃহস্পতিবার বাদ যোহর বাগিছা বাজারস্থ মাহফিলের মাঠ থেকে র‌্যালী বের হয়। বাজারের বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে পুণরায় মাহফিলে গিয়ে শেষ হয়। র‌্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান। বাগিছাবাজার তালামীযের সভাপতি ইব্রাহীম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শহিদুল ইসলাম’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলার সভাপতি মুহাম্মদ আবুল কাসেম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এলাকার বিশিষ্ট মুরব্বী আতাউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম জুয়েল, হাজী গয়াছ উদ্দিন, ছমির উদ্দিন, তাহির আলী, মাহমুদুল কয়েছ, ফিরোজ মিয়া শিকদার, হাফিজ নূর উদ্দিন, রুহুল আমিন তালুকদার, হাফিজ শুয়াইবুল ইসলাম, হেলাল উদ্দিন, লায়েক আহমদ, হাসান আহমদ, হাফিজ কামরুজ্জামান, আব্দুল হক, জাহেদ আলী, বেলাল মিয়া, জুনেদ মিয়া, পাভেল আহমদ, বুরহান উদ্দিন কামরান, হাফিজ আলী নূর প্রমুখ।
তালামীযে ইসলামিয়ার সহযোগীতায় ধর্মপ্রাণ মুসলিম জনতা র‌্যালীতে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top