কামালবাজার সংবাদ দাতাঃ পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি উদযাপন কমিটি বৃহওর কামাল বাজার,সিলেট,
উদ্যেগে প্রতিবারের ন্যায় এবারও আগামী ২৭ ডিসেম্বরমঙ্গলবার বৃহওর কামালবাজারে মুবারক র্যালি বের করবে।এবং রাতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে রাসুল প্রেমিক জনতার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এদিকে র্যালী ও ওয়াজ মাহফিল সফলের লক্ষ্যে বৃহওর কামালবাজারে ৬২ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ অব্যাহত রেখেছে র্যালি উদযাপন কমিটি।এরই অংশ হিসেবে গতকাল ২২ ডিসেম্বর বৃহস্পতিবার, র্যালি উদযাপন কমিটির সমন্নয়ক মুহাম্মদ আলাউদ্দিন পাশা এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহওর কামালবাজারে ৬২ গ্রামের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাথে দাওয়াতী কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটি সদস্য মাসুম আহমদ, মাওলানা শাহনুর আলী,মাওলানা আব্দুর রহিম,মাওলানা উস্তার আলী,মাওলানা সোহেল আহমদ, সহ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া কারী সোসাইটি নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, সুশীল সমাজ, ব্যবসায়ী, রাজনৈতিক ও সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে পৃথক পৃথক মতবিনিময় হয়। এতে সর্বত্র ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook