বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের যুগ্নমহাসচিব,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) রাসূল (সাঃ) এর পূর্ণ অনুসারী ছিলেন।খিদমতে খালক তথা সৃষ্টির সেবা ছিল তার জীবনের নিত্য অনুসঙ্গ। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিও তার আচরণ ছিল অনুপম।তিনি আরো বলেন ছাহেব কিবলাহ আমাদের মাঝে কুরআনুল কারিমের যে বিশুদ্ধ তিলাওয়াত,সুন্নতে নববীর খিদমত ইত্যাদি রেখে গেছেন, আমাদেরকে তা যথাযথভাবে চালিয়ে যেতে হবে। তিনি বলেন ছাহেব কিবলাহ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়াকে দ্বীনের পাহারাদার হিসেবে রেখে গিয়েছেন, তারা আজ তরুণদেরকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করছে।
তিনি গতকাল ৪ফেব্রুয়ারি শনিবার জগন্নাথপুরের রসুলগঞ্জ বাজারে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া পাটলী ইউনিয়ন
শাখার যৌথ উদ্যোগে,
শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র জীবন ও কর্ম শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ।প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম
পাটলী ইউনিয়ন আল ইসলাহের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম ও ইউনিয়ন তালামীযের সভাপতি বজলুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি নজীর আহমদ হেলাল,কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, মিয়ারবাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান,তালামীযের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল ফজল মো: তোহা,সিলেট মহানগর তালামীযের সভাপতি এনাম উদ্দিন আহমদ,সুনামগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার,সিলেট মহানগরীর সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ,জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাধারন সম্পাদক মাওলানা মহি উদ্দিন এমরান,জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা নুরুল হক, রসুলগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সদরুল আমীন,জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কে.এম.শওকত আলী,জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সভাপতি আব্দুল গনি সোহাগ।
হাফিজ লোকমান আহমদের কুরআন তেলাওতের মাধ্যমে সূচিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সাধারন সম্পাদক নাসির আহমদ,পাটলী ইউনিয়ন আল ইসলাহর সাধারন সম্পাদক আহমদ আলী,সাংগঠনিক সম্পাদক সানুর আলী, সালেহ আহমদ সালিক,আবু হেনা ইয়াসিন,আবুল খয়ের,হাফিজ বাশার, সালমান আহমদ, জিল্লুর রহমান,
আব্দুল ওয়াহিদ,ফয়জুর রহমান,হাফিজ জুবায়ের আহমদ,
সালমান আহমদ,আব্দুল মাজেদ,মোহাম্মদ আলী,আহমদ আলী,আলী আমজদ,প্রমুখ
হোম
»
আন্তর্জাতিক
» মানবকল্যাণে নিবেদিত প্রানপুরুষ ছিলেন আল্লামা ফুলতলী (র.)
-- মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook