তালামীয নিউজ২৪ঃআগামী ২ ও ৩ মার্চ সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন সফলের লক্ষ্যে পক্ষকালব্যাপী দাওয়াতী কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগে উপজেলা ভিত্তিক সমন্বয় সভা অব্যাহত রয়েছে।
এর অংশ হিসেবে গতকাল ৫ ফেব্রুয়ারি রবিবার, হবিগনজ জেলার সদর উপজেলা কনফারেন্স হলে হবিগনজ সদর, লাখাই, বানিয়াচং ও আজমিরীগনজ উপজেলার যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম ও আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলমের নেতৃত্বে সম্মেলন বাস্তবায়ন কমিটির একটি প্রতিনিধিদল অংশ গ্রহণ করেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান আখতার ও হবিগনজ জেলা সাধারণ সম্পাদক  মুবাশ্বির হোসাইন চৌধুরী ।
এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগনজ জেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা কাজী নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী, হবিগনজ সদর উপজেলা সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, আজমিরীগনজ থানা সভাপতি মাওলানা শাহ মহি উদ্দিন নূরী, হবিগনজ পৌর সভাপতি তৈয়বুর রহমান, লাখাই উপজেলা সাধারণ সম্পাদ মোল্লা আলী আজম, চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, হবিগনজ আলিয়া মাদরাসা তালামীযের সভাপতি আব্দুল মুক্তাদির, মাওলানা কদর আলী জিহাদী, সুমন আহমদ, ও আব্দুল ওয়াদুদ প্রমূখ।
 
Top