শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাবিপ্রবি শাখা।

মঙ্গলবার বিকেলে শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অারবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা অাহমদ হাসান চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন ও স্বাধীন। ক্যাম্পাস জীবনের সময়টুকুর যথাযথ ব্যবহার করলেই অভীষ্ট লক্ষে পৌঁছা সম্ভব। তৃতীয় বিশ্বের শিশু-কিশোররা প্রযুক্তির অপব্যবহারে অাসক্ত হয়ে পড়েছে। যে কাজগুলো 'অাল্লাহর কাজ' হিসেবে বিবেচিত তার মাধ্যমে অামাদের অবসর অতিবাহিত করতে হবে। ধর্মকে মসজিদে অাবদ্ধ করলে চলবে না। বৃক্ষরোপণ, অসহায় মানুষের সেবা করাও অাল্লাহর কাজের অন্তর্ভুক্ত। ফেসবুকে যে সময়টুকু ব্যয় করবো তাও যেন অাল্লাহর কাজের মধ্যে পড়ে।
:
শাবি তালামীযের সাধারণ সম্পাদক ইমরান খান ও সাংগঠনিক সম্পাদক লোকমান মেহেদির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন শাবিপ্রবি তালামীযের সভাপতি নিজামুল ইসলাম অাব্বাসী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামীয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা দুলাল অাহমদ।
:
হাফিজ খাইরুল অামিনের পবিত্র কুরআন কারিম থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় নাতে রাসুল (সা.) পরিবেশন করেন ইমাদুল ইসলাম ও তারানায়ে তালামীয অাবৃতি করেন মঞ্জুরুল করিম মহসিন। এতে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হল শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। নবীনদের পক্ষ হতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অালমগীর মাহবুব।

এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা অাজির উদ্দিন পাশা, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন,সিলেট মহানগর শাখার সভাপতি এনাম উদ্দিন ,সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছাত্রনেতা জুবায়ের অাহমদ রাজু ও সুলতান আহমদ, এমসি কলেজ শাখার সভাপতি অাহমদ শরীফ, শাবির সাবেক সহ- সভাপতি মুনিরুজ্জামান চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি অাসাদ অাল গালিব।  এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা, মহানগর ও প্রাইভেট ইউনিভার্সিটি জোন শাখার নেতৃবৃন্দ।
সভায় নবীনদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অাহমদ হাসান চৌধুরী। সভাপতির বক্তব্য ও অপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top