উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামসুলউলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী হযরত আল্লামা মুফতী গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বুযুর্গ ছিলেন। তাঁর ওসীলায় এতদঞ্চলে হক তরীকাসমূহ প্রচার-প্রসার লাভ করেছে। তিনি শুধু তরীকতের খেদমত আঞ্জাম দেননি বরং অনেক দায়িত্ব পালন করেছেন। এমনকি দ্বীনের জন্য নিজের জীবন কুরবান করেছেন। তাঁর অনুসরণে দ্বীনের খেদমতে আমাদেরও সচেষ্ট হতে হবে। তিনি বলেন, আমাদের সমাজে কিছু লোক তাদের অপপ্রচারের মাধ্যমে সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছিল। তারা বলেছিল সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) ওলী নন, তিনি ওহাবী ইত্যাদি। এসকল বক্তব্য থেকে কেউ কেউ দ্বিধা-দ্বন্ধে পড়েন। আমরা তাদের এ সকল কথার জবাব দিয়েছি এবং আজো দাতভাঙ্গা জবাব দানের জন্য প্রস্তুত আছি। তিনি বলেন, সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) এ উপমহাদেশের মুসলমানদের ঐক্যের প্রতীক। এ উপদেশের আলিম-উলামা, পীর-মাশায়িখ প্রায় সকলেই তাঁর সাথে সম্পৃক্ত। এ সূত্রে আমরা সকলেই ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের বিচ্ছিন্ন থাকা আর ঠিক নয়। দেশ ও জাতির কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। তিনি আজ (৪ মে) বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আযাদী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, ঈমানী চেতনার প্রাণপুরুষ, আমীরুল মু’মিনীন, ইমামুত তরীকত, শহীদে বালাকোট হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের উদ্যোগে পরিষদের আহ্বায়ক, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খানের সভাপতিত্বে সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমূল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্জ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, দ্বারীয়াপুরের পীর ছাহেব অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম, শামসেবাদ দরবারের পীর ছাহেব মাওলানা শামসুল হক, হযরত আব্দুল বতিন জৌনপুরী (র.)-এর খলীফা মাওলানা আনোয়ারুল্লাহ বাতেনী, সাবেক জেলা ও দায়রা জজ জনাব মোঃ ইসমাঈল মিঞা, মুফতী মাওলানা আবূ নছর জিহাদী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম-মহাসচিব ড. মাওলানা এ.কে.এম. মাহবুবুর রহমান, মহাখালী কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম খান আল মারুফ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ কুতবুল আলম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, ছাগলনাইয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ ভূঁইয়া, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, নয়াটোলা কামিল মাদরাসা ঢাকা’র প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, নোয়াখালী সেনবাগ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিরুজ্জামান, মহাখালী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হবিবুর রহমান, বরিশাল বাগিয়া আলআমীন কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপালমাওলানা আতিকুর রহমান প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি মাওলানা বেলাল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা আজিজুুর রহমান, বৃন্দাবন সরকারী কলেজের ইংরেজী লেকচারার নোমান আহমদ, তালামীযে ইসলামিয়াার কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসাইন জাহেদ, ঢাকা মহানগর আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন।
মাওলানা মাহমুদুল হাসানের কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীতশিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল, শাহীদ আহমদ, সুলতান আহমদ ও সাইফুল ইসলামের হামদ, নাত ও জাগরণী সঙ্গীত পরিবেশনার মাধমে সূচিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় নেতা মাস্টার আহমদ আলী, সৈয়দ আফজাল হোসাইন সায়েম, মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, ঢাকা মহানগরী সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল্লাহ, প্রচার সম্পাদক ড. মাওলানা মোর্শেদ আলম ছালেহী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিয কাওছার আহমদ, সহ-অফিস সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক লিয়াকত আলী তালুকদার, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান আখতার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মুহিত রাসেল, ঢাকা মহানগরী সভাপতি মাছুম আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি আব্দুল খালিক রূহিল শাহ, মৌলভীবাজার জেলা সভাপতি নিলূর রহমান, সাবেক সভাপতি ওজীউর রহমান আসাদ, সুনামগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, হবিগঞ্জ জেলা সভাপতি সৈয়দ শাহেদ আহমদ, সিলেট মহানগরী সহ-সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, আল ইসলাহ নেতা মাওলানা কুতুব উদ্দিন খান, মাওলানা সাইফুল ইসলাম, প্রমুখ।
হোম
»
মাহফিল সংবাদ
» সায়্যিদ আহমদ বেরলভী (র.) মুসলমানদের ঐক্যের প্রতীক -আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী