বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনাঈম বলেছেন, জাতির ক্রান্তিকালে আলোকিত সমাজ, রাষ্ট্র গঠনে সুন্নাতে নববীর অনুসরণের মাধ্যমে সঠিক আক্বিদার উপর ঠিকে থাকতে হবে।যারা আল্লাহর রাসুলের আদর্শকে নিজের মধ্যে লালন করে তারাই পারবে  একটি সমাজ, একটি রাষ্ট্রকে আলোকিত করতে।তাই আলোকিত সমাজ গঠনে রাসুলের অনুসরণের কোন বিকল্প নেই।
তিনি গতকাল বৃহস্পতিবার  ৩নং দেওয়ান বাজার ইউ/পি শাখা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া উদ্যোগে আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।৩নং দেওয়ান বাজার ইউ/পি শাখার সভাপতি শেখ জুনেদ আহমদ এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক তারেক আহমদ এর পরিচালনায়,
প্রধান বক্তা  হিসাবে উপস্তিত
ছিলেন
মাওলানা ফয়জুল আলম সাহেব
সহ-সাংঘটনিক  সম্পাদক 
সিলেট জেলা আল-ইসলাহ। 
বিষেশ অতিথি হিসাবে উপস্তিত
ছিলেন
শামস উদ্দিন সাহেব
সভাপতি মহানগর ৮নং ওয়ার্ড 
বিষেশ অতিথি ছিলেন বালাগনজ উপজেলা
তালামিযের
সভাপতি হাঃ ইমন আহমদ সাহেব।
বালাগনজ 
উপজেলার অর্থ  সম্পাদক
রাকিব আলী সাহেব। 
প্রচার সম্পাদক হাঃ শিহাব আহমদ। 
মাহবুবুর রহমান সাহেব
সভাপতি জালাল পুর ইউ/পি।
খছরুজ্জামান সাহেব
সাধারন সম্পাদক  জালাল পুর ইউ/পি।
বিষেশ অতিথি 
ময়নুল ইসলাম সালেহ সাহেব
যুগ্ন আহ্বায়ক বালাগনজ
উপজেলা যুবলীগ। 
জনাব আজর মিয়া সাহেব,উপস্থিত ছিলেন এহছান ছালমান বাছিত   কালাম আব্দাল জিয়া এনাম তোফায়েলশাখার জামিল ইমাদ
প্রমুখ



 
Top