বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্ঠিত
হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরীর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর
রহমানের পরিচালনায় গতকাল ১৯ মে শুক্রবার
বাদ জুমুআ সংগঠনের সিলেট বিভাগীয়
কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমদ, সহ-
সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন,
সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন
জাহেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওছার আহমদ,
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ
উসমান গনি, অর্থ সম্পাদক ওয়ালিউর রহমান
সানী, সহ-অফিস সম্পাদক লিয়াকত আলী
তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
আব্দুল মুহিত রাসেল, সদস্য- সোহাইল আহমদ
তালুকদার, সুলতান আহমদ, জুবায়ের আহমদ
রাজু, এনাম উদ্দিন আহমদ, মাহবুবুর রহমান
ফরহাদ, ফয়েজ আহমদ তাজির, মোঃ ছালিক
উদ্দিন, মোঃ আব্দুল জলিল, নিজামুল ইসলাম
আব্বাসী, মোবাশ্বির হোসাইন, জাহেদুর
রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি নিলুর
রহমান ও সুনামগনজ জেলা সহ-সভাপতি আলী
ইউসূফ প্রমূখ।
সভায় স্বীদ্ধান্ত গৃহীত হয় ১/ মাহে
রামাদানকে স্বাগত জানিয়ে সংগঠনের সকল
জেলা, মহানগর. বিশ্ববিদ্যালয় ও উপজেলা
শাখা স্বাগত মিছিলের আয়োজন করবেন। ২/
কুরআন নাজিলের মাস রামাদানুল মুবারকে
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর
অধীনে কুরআনুল কারিমের খেদমতে
নিজেকে নিয়োজিত রাখবেন। ৩/ রামাদান
মাসে সকল জেলা, মহানগর. বিশ্ববিদ্যালয় ও
উপজেলা শাখা ইফতার মাহফিলের আয়োজন
করবেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook