পবিত্র মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে গতকাল ২৬ মে বাদ মাগরিব জুড়ী নামাবাজার থেকে মিছিল বের    করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিজিবি ক্যাম্প চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
উপজেলা তালামীযের সভাপতি এম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আরিফের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি কাজী মুফতি ময়নুল ইসলাম
বক্তারা বলেন রামাদ্বান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে।
দিনের বেলা সকল হোটেল রেস্তোরা বন্ধ করতে হবে
যাবতীয় অশ্লীলতার আড্ডাখানা বন্ধ করতে হবে
পবিত্র রামাদ্বান মাসে কোচিং নামের ব্যবসা বন্ধ করে পবিত্র কোরআন সহীহ করে পড়ার সু্যোগ দিন।
এতে আরো উপস্থিত ছিলেন
জুড়ী উপজেলা আল ইসলাহ এর সহ সভাপতি হাফিজ আঃ ওয়াহিদ, হাফিজ আনফর আলী,  জুড়ী উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি ইমরান চৌধুরী শাফি,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা তালামীযের সহ সভাপতি হাফিজ আইনুদ্দীন আলী,
যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খামিছ  সাংগঠনিক সম্পাদক এইচ এম জামাদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মিজানুর রহমান পাভেল, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, কলেজ তালামীযের সাধারণ সম্পাদক জামাল আহমদ , সাগরনাল ইউনিয়ন তালামীয সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, গোয়ালবাড়ি ইউনিয়ন তালামীযের সভাপতি হাঃ ফারহান হোসাইন,সাধারন সম্পাদক সাদিকুর রহমান খান, জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম জাকির প্রমুখ।


                 

                   
 
Top