বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফিয কাওছার আহমদ বলেছেন, সুন্দর সমাজ গঠনে ছাত্রদের মুখ্য ভুমিকা পালন করতে হবে। আজকের ছাত্র-ছাত্রীদের আগামীদিনে এদেশের দায়িত্ব গ্রহণ করতে হবে। এজন্য ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশের লক্ষে এগিয়ে যেতে হবে।
তিনি আরোও বলেন, এদেশে নৈতিক শিক্ষার নামে বারবার সিলেবাস পরিবর্তন করে ইসলামী শিক্ষাব্যবস্থাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আজ (মঙ্গলবার) কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন তালামীযের উদ্যোগে স্থানীয় একটি সেন্টারে আয়োজিত দাখিল ও এস,এস,সি পরিক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ সভাপতি কাজী মাওলানা শাতির খানের শুভ উদ্ভোধনের মাধ্যমে ও ইউনিয়ন তালামীয সভাপতি ইসমাইল হাসান শাকিলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খন্দকার ওজিউর রহমান আছাদ, সিলেট মহানগরী সহ-সাধারণ সম্পাদক এম সামাদ আজাদ, ভাটেরা ইউনিয়ন আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক হিফজুর রহমান সিদ্দিকী,সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, সিলেট (পূর্ব) জেলা তালামীয নির্বাহী সদস্য হাবিলুর রহমান জুয়েল, রাজনগর উপজেলা প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, কলেজ তালামীযের সাবেক সাধারণ সম্পাদক রাছেল আহমদ, কুলাউড়া উপজেলা সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জুয়েল আহমদ।
এর পূর্বে ভাটেরা ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ বাবলু আহমদের উপস্তাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদ।এসময় আরও বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন তালামীযের সহ সভাপতি নাইম হোসেন,সহ সাধারণ সম্পাদক সাইফুল্লাহ লকুস,কলেজ তালামীযের সাবেক সাধারণ সম্পাদক কাওসার আহমদ মুন্না,বরমচাল ইউনিয়ন শাখার সদস্য সচিব সাহেল আলী চৌধুরী,ভুকশমইল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন ভাটেরা কলেজ তালামীযের সাধারণ সম্পাদক জাহাংগীর হোসেন সেজু,ইউনিয়ন তালামীযের অফিস সম্পাদক হাফিজ মইন উদ্দিন,সহ অফিস সম্পাদক হাফিজ জুবেল আহমদ,সমাজ কল্যাণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
পরে প্রায় দুই শতাদিক ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরন করা হয়।
হোম
»
ইউনিয়ন তালামীয
» ভাটেরায় তালামীযের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত:
সুন্দর সমাজ গঠনে ছাত্রদের মুখ্য ভুমিকা পালন করতে হবে-
___হাফিয কাওছার আহমদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook