অদ্য বেলা বিকাল স্হানিয় সময়৫ ঘটিকার সময়Valentine Roti, Jalan semarak,5400  কুয়ালালামপুর শহরে। লতিফিয়া ইসলামিক সোসাইটি মালয়েশিয়া র , সাংগঠণিক সম্পাদক ও ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক, জনাব মো:মুহিবুর রহমানের সভাপতিত্বে,লতিফিয়া ইসলামিক সোসাইটির অর্থ সম্পাদক,ইফতার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব কারী দেলওয়ার হোসেনের পরিচালনায় ও হাফিজ সোহেল আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যামে মাহফিলের আলোচনা  শুরু হয়, আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরে "আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার" নেতা কর্মীদের একটি  মিলন মেলায় পরিণত হয়। কলেজ-ইউনিভার্সিটি,বিভিন্ন পেশাজীবী,বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও লতিফিয়া ইসলামিক সোসাইটি মালয়েশিয়ার নেতৃবৃন্দের প্রবাশে শত ব্যস্ততা পরেও উপস্তিতি ছিলো চোখে পড়ার মত। উক্ত মাহফিলে পৃর্বে নির্ধারিত প্রধান অতিথি "লতিফিয়া ইসলামিক সোসাইটি মালয়েশিয়ার"সম্মানিত সভাপতি এইচ এম ফয়জুর রহমান সাহেব অসুস্থ থাকায়,
প্রধান অতিথির ব্যক্তব্য পেশ করেন, সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাফিজ সুহেল আহমদ বিশেষ অতিথির ব্যক্তব্য পেশ করেন, সাবেক তালামীয নেতা,লতিফিয়া ইসলামিক সোসাইটি মালয়েশিয়া র সম্মানিত  সহ-সাধারণ সম্পাদক  জনাব মো: আবু তালেব মুর্শেদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্তিথ ছিলেন সাবেক তালামীয নেতা,জনাব মো:সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক লতিফিয়া ইসলামিক সোসাইটি মালয়েশিয়া , জনাব মো:শামসুল ইসলাম,অফিস সম্পাদক, লতিফিয়া ইসলামিক সোসাইটি মালয়েশিয়া ,জনাব আরিফ আহমদ, জনাব ওয়ালিউল্লাহ খঁান  প্রমুখ। উপস্তিত নেতৃবৃন্দ বলেন, লতিফিয়া ইসলামিক সোসাইটি মাধ্যামে ইসলামের সটিক পথ তথা আল-ইসলাহ-তালামীয ও আল্লামা ফুলতলী ছাহেব রহ: সকল খেদমত মালয়েশিয়ায়  প্রতিষ্ঠিত করব, ইনশা-আল্লাহ। পরিশেষে,,, মিলাদ শরীফ ও জনাব মো: আবু তালেব মুর্শেদ সাহেবের মোনাজাতের মাধ্যামে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top