পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে আনজুমানে আল ইসলাহ'রপর্তুগালের উদ্যোগে ১৭ জুন ২২ শে রামাদ্বান শনিবার স্থানীয় রাধুনী রেস্টুরেন্টে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক'আলোচনা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।পর্তুগাল আল ইসলাহ'র  সভাপতি জনাব ক্বারী  আহমদ আলীর সভাপতিত্বে ,অফিস সম্পাদক কবিরুল  ইসলামের পরিচালনায় ও ফাহিম আহমদের কোরআন তিলাওয়াতের  মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

রামাদ্বান মাস মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত বরকতময় একটি মাস।জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। পবিত্র রমজান মাসে রোজা রাখার মধ্যে যে ফজিলত ও তৃপ্তি রয়েছে তা আর কোন কিছুর মধ্যে নেই ।সুতরাং এ মাসে আমাদের বেশি বেশি আমল করা উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল  ঐতিহ্যবাহী  বায়তুল মোকাররম জামে মসজিদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, পর্তুগালের মুরববি আমিনুর রহমান, সংগঠনের উপদেষ্টা মো: সাবিরুল ইসলাম, সিলেট বিভাগীয় যুব পরিষদ (সুযুপ) এর সভাপতি শেখ খালেদ আহমদ মিনহাজ, আল ইসলাহ পর্তুগালের সহ সভাপতি মো: সিরাজুল ইসলাম,পর্তুগাল ছাত্রলীগের সাধারন সম্পাদক শিপলু আহমেদ আল ইসলাহ'রঅর্থ সম্পাদক মো: জাকারিয়া আহমেদ, সুযুপের সহসভাপতি, সুযুপের সাধারণ সম্পাদক আবু তাহের সুমন, সহ সাধারণ সম্পাদক মো: শামীম আহমেদ, সংগঠনের সদস্য  মো: আরিফ আহমদ,মো: সুমন আহমেদ, মো: ফয়জুল হক, রুজেল আহমদ, সাহেদ আহমদ, আখতার হুসেন, সিরাজ আহমদ, রাসেল আহমেদ, জাবেদ আহমদ (সাজু), লোকমান আহমদ, রাসেদ আহমদ, সুমন আহমেদ, সাজু আহমেদ, সুফি আহমদ প্রমুখ।

পরিশেষে সংগঠনের সভাপতি    কারী আহমদ আলী দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top