ছাতক উপজেলার গড় গাও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, আঞ্জুমানে আলইসলাহ কর্মী, ইয়াকুবিয়া হিফজুল কুর আন বোর্ড ছাতক উত্তরের সদস্য,নিবেদিত কুরআনের খাদিম হাফিজ মাসুম বিল্লাহ সাহেব মাদরাসার চাদ পরিস্কার করতে গিয়ে  বিদ্যুৎ লাইনে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কুরান বোর্ড ছাতক( উত্তরের) এর পক্ষ থেকে উনার  বিদেহী আত্বার মাগফিরাত কামনা করছি।এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top