বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছাত্রনেতা জনাব সৈয়দ অাহমদ অাল জামিল বলেছেন, রামাদ্বান অামাদেরকে অাল্লাহর নৈকট্য হাছিলে সহায়তা করে। অর্জন করার সুযোগ করে দেয় তাক্বওয়ার। সে তাক্বওয়া যেন অামাদের অাগামি দিনগুলোর চলার পাথেয় হয় সেদিকে সকল মুসলমানের খেয়াল রাখা জরুরি।
তিনি অাজ ৩০ জুন শুক্রবার বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্দোগে অায়োজিত জকিগঞ্জ ডাক বাংলায় "ঈদ পুনর্মিলনী ও বিদায়ী সংবর্ধনা" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি মো: অাবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অাহমদ অাল মনজুরের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-সাধারণ সম্পাদক ময়নুল অাল মামুন,সহ-প্রচার সম্পাদক অাব্দুল মুকিত, জকিগঞ্জ পৌর অাল-ইসলাহ সভাপতি মাও: কাজি হিফজুর রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয় তালামীয শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিফতাহুল ইসলাম তালহা, শাবিপ্রবি তালামীয শাখার প্রশিক্ষণ সম্পাদক কামরুজ্জামান, সিলেট মহানগর তালামীযে ইসলামিয়ার সদস্য জামাল অাহমদ, কানাইঘাট উপজেলা অাল ইসলাহের সাধারণ সম্পাদক মাও: অাল অামিন সিদ্দিকী।
অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা তালামীযের সভাপতি নাজির অাহমদ, উপজেলা তালামীযের সহ-সভাপতি কবির অাহমদ,সাংগঠনিক সম্পাদক অাব্দুল্লাহ অাল মাছুম,প্রচার সম্পাদক অাহমদ হুসাইন অাইমান, সহ-প্রচার সম্পাদক অাব্দুল মুকিত, হুসাইন অাহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অাবু সাঈদ মো: অাশিক, সহ-প্রশিক্ষণ সম্পাদক ইমরান হুসাইন, ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের সেক্রেটারি অাব্দুর রশিদ চৌধুুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সরকারি কলেজ তালামীযের সাবেক অাহবায়ক অাব্বাসুর রহমান খান, সদস্য খারুল অালম চৌধুুরী, হাসান খান, ইছামতি উচ্চ বিদ্যালয় তালামীযের সভাপতি অাব্দুল হামিদ, সাধারণ সম্পাদক অাবুল কাশেম, জকিগঞ্জ উপজেলা তালামিযের সদস্য জুবায়ের অাহমদ রিজভী, জিয়াউর রহমান, হাবিবুর রহমান তুহেল, হিফজুর রহমান, জকিগঞ্জ সিনিয়র মাদরাসা তালামীযের রেদওয়ান অাহমদ, জকিগঞ্জ পৌরসভা তালামীযে কর্মী নাঈমুল হাসান মাহি, বারঠাকুরি ইউনিয়ন তালামীযের অর্থ সম্পাদক জান মোহাম্মদ চৌ: জামি, জকিগঞ্জ সদর ইউনিয়ন তালামীযের সভাপতি অালিম উদ্দিন, কসকনকপুর ইউনিয়ন তালামীয কর্মী তারেক হাসান মুন্না, মিনহাজ অাহমদ, ৯ নং মানিকপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মারুফ অাহমদ, সুমন অাহমদ, ৩ নং কাজলশাহ ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক সাদিক অাহমদ,প্রচার সম্পাদক শাহজাহান অাহমদ, সদস্য অাশরাফ অাহমদ প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook