তাজপুর ইউ.পি তালামীযের কাউন্সিল সম্পন্ন।

"তালামীযে ইসলামিয়ার ওসমানীনগর উপজেলা সভাপতি ছাত্রনেতা সালেহ আহমদ বলেনঃ তালামীয আউলিয়ায়ে কেরামগনের আদর্শে আদর্শিত সংগঠন। তাই তালামীযের কর্মীদেরকে আদবের খেলাফ কোন কাজ করা যাবেনা।
আজ ১২ই জুলাই ১৭ইং রোজ বুধবার বিকাল ০৩.০০ ঘটিকায় তাজপুর কদমতলাস্থ তালামীযের উপজেলা কার্যালয়ে ওসমানীনগর উপজেলার আওতাধীন তাজপুর ইউ. পি তালামীযের ২০১৭-১৮ শেসনের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান- নির্বাচন কমিশনারের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হাফিজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ফেরদৌস আহমদের পরিচালনায় সূচিত অনুষ্ঠানে সহ- নির্বাচন কমিশনার ছিলেনঃ ওসমানীনগর উপজেলা তালামীযের সহ- সভাপতি - হাঃ মোঃ আব্দুল আমিন। বিশেষ অতিথি ছিলেনঃ উপজেলা তালামীযের সহ- অফিস সম্পাদক মাহবুব খাঁন। বিশেষ অতিথি ছিলেনঃ সাবেক তালামীয নেতা আজমল হোসেন। আরো উপস্থিত ছিলেনঃ উপজেলা তালামীযের সদস্য- জাকির হোসাইন।
নবগঠিত তাজপুর ইউ.পি তালামীযের দায়িত্বশীলবৃন্দ হলেনঃ
সভাপতি- ফেরদৌস আহমদ।
সহ- সভাপতি- মোঃ এনামুল হক।
সাধারণ সম্পাদক- মোঃ আব্দুল মজিদ।
সহ- সাধারণ সম্পাদক- শুয়াইব আহমদ।
সাংগঠনিক সম্পাদক- মোঃ আব্দুল করিম।
সহ- সাংগঠনিক সম্পাদক- সোলেমান আহমদ।
প্রচার সম্পাদক- জুবায়ের আহমদ।
অর্থ সম্পাদক- আব্দুল আহাদ।
সহ- অর্থ সম্পাদক- রাজু আহমদ।
অফিস সম্পাদক- মোঃ শাহরিয়ার কবির।
সহ- অফিস সম্পাদক- আনহার আহমদ।
প্রশিক্ষণ সম্পাদক- মোঃ আতিকুর রহমান।
সহ- প্রশিক্ষণ সম্পাদক- রিপন আহমদ।
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ জিহাদুল ইসলাম।
সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক- জাহিদ আহমদ।
সদস্যঃ বদরুল ইসলাম, কামরুল ইসলাম, রুহুল আমিন, শাহ জাহান, লায়েক আহমদ ও শাকিল আহমদ।
পরিশেষে সভাপতির বক্তব্য ও দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।"

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top