গতকাল রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে বার্সেলোনা আনজুমানে আল ইসলাহ'র সভাপতি জনাব গিয়াস উদ্দিন মাদ্রিদে আগমন উপলক্ষে বাংলা টাউন এর হলে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়,উক্ত সভায়
মাও: আসাদুজজামান রাজ্জাক এর সভাপতিত্বে এবং মাও:খলিলুর রহমান এর পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সহ-সাংঠনিক সম্পাদক আল ইসলাহ মাদ্রিদ মাও:আতিকুর রহমান ইমাম শাহজালাল ফুলতলী জামে মসজিদ,শুভেচছা ব্ক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো:মাহবুবর রহমান
ব্ক্তব্য রাখেন মাও:এম আবুল কালাম শিবলু,ইমাম শাহজালাল ফুলতলী জামে মসজিদ মাদ্রিদ,সহ-সাধারন সম্পাদক এবং খতিব শাহজালাল ফুলতলী জামে মসজিদ মাও:আজমল হোসেন সহ-সভাপতি মো:আসাদ আহমদ (সাদ) গ্রেটার সিলেটের সভাপতি মো:লুৎফুর রহমান মাও:মুজিবুর রহমান সহ-সভপতিত আল ইসলাহ মাদ্রিদ,কাজী তোফায়েল আহমদ প্রমুখ!
উপস্তিতত ছিলেন  মো:রফিকুর রহমান বিশিষ্ট ব্যাবসায়ী গাজী নাছির উদ্দীন,সাংবাদিক সাইফুল ইসলাম ইসলাম উদ্দীন মো:আলম খলিলুর রহমান আরো অনেকেই।মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে মোহাম্মদ গিয়াস উদ্দিন
বলেন আল্লামা ফুলতলী (রাহ:) নিজের হাতে গড়া সংগঠন আনজুমানে আল ইসলাহ আমাদের জন্য একটি উপহার,খুলুছিয়াত ধর্য্য এবং আমানতধারীর সাথে সর্বচ্চ ত্যাগ স্বীকার করে সংগঠনের কাজ করতে হবে এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে হলে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।মনে রাখতে হবে আমাদের ভুলের জন্য যেন সংগঠনের কার্যক্রম বিতর্কিত না হয়।এছাড়াও বক্তারা বলেন কি ভাবে ইসলামের দাওয়াত বিধর্মীদের কাছে পৌছে দেওয়া যায় সে বিষয়ের গুরুত্ব দেয়ার দরকার।পরিশেষে সভার সভাপতির দোয়ার মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top