ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আরবি বিভাগের সহকারি অধ্যাপক ও সুপ্রিমকোট মাজার মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, সিলেটের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটি এ দেশে শিক্ষার বিস্তারে বিশেষতঃ ইলমে দ্বীনের প্রচার প্রসারে এক অনবদ্য ইতিহাস। মানসম্মত লেখাপড়ার কারণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছর বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে থাকে। তাই প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এ সুমহান প্রতিষ্ঠানের ঐতিহ্যের দিকে লক্ষ্য রেখে অধ্যয়ন চালিয়ে যেতে হবে। তিনি গত ০৫ আগস্ট শনিবার সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ফাযিল ১ম, ২য় ও ৩য় বর্ষের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।
অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান সাহবের সভাপতিত্বে ও জুনিয়র শিক্ষক আলমগীর হোসাইনের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন জাহেদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আরবি প্রভাষক মাওলানা মোঃ মুনির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, মাওলানা আবুল খয়ের মোঃ নুমান, সিনিয়র শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা আ.জ.ম ছয়ফুল আলম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ-প্রচার সম্পাদক বিশিষ্ট ছড়াকার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র সিলেট পশ্চিম জেলা সভাপতি মাওলানা ফয়েজ আহমদ তাজির, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, সুনামগঞ্জ জেলা তালামীয এর সাধারণ সম্পাদক হা: শাহিন আলম,অফিস সম্পাদক তোফায়েল আহমদ মিনার,নির্বাহী সদস্য আবু হেনা মুহাম্মদ ইয়াসিন,ছাতক উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ছাতক দক্ষিণ উপজেলা শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক সায়েম আহমদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top