তারুন্যের তারিকত নামে খ্যাত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাও:ফখরুল ইসলাম বলেন --ইসলামি আকিদার উৎস মুল হলো আল-কুরয়ান ও আল-হাদিস। মুসলিম উম্মার চিন্তার পারস্পরিক অবধারণগত বৈসাদৃশ্য দ্বন্দ্ব, দর্শনগত পার্থক্য থেকে মুক্ত থাকতে সক্ষম হয়, নির্ভেজাল ইসলামি আকিদার ফলে মুসলিম উম্মার অখণ্ড ঐক্য সৃষ্টি করতে পারে।
নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা বলেন।
শাখার সভাপতি আবু সাঈদ মোঃ সায়েম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল আহমদ রনির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সহঅফিস  সম্পাদক লিয়াকত আলী তালুকদার, জেলা সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ মন্জুরুল ইসলাম, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,জেলা সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, উপজেলা সভাপতি শেখ ফখরুল ইসলাম বিলাল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ নবীগনজ উপজেলার সাবেক সভাপতি মাওঃ কাজী মাহবুব আহমদ সাহেব, বানিয়াচং উপজেলা সাধারন সম্পাদক মাওঃ সৈয়দ আহমদ,নবিগনজ উপজেলা সাবেক সাংগটনিক সম্পাদক মাওঃ  আহমদ হোসেন চৌঃ,বানিয়াচং উপজেলা তালামীযের সাংগটনিক সম্পাদক আবুল কাশেম, নবিগনজ পৌর সভাপতি শাহ মোঃ মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাফি চৌঃ, নবীগনজ সরকারি কলেজ এর সদস্য সচীব মেহেদি হাসান, লতিফিয়া স্রৃতি পরিষদ ৮নং খাগাউড়া ইউনিয়নের উপদেষ্টা মাওঃ আঃ আউয়াল, স্রিতি পরিষদের সহ সভাপতি মাওঃ মুজিবুর রহমান,১২নং কালিয়ার ভাংগা ইউনিয়ন আল ইসলাহর সহ সভাপতি নুরুল হক, সাংগটনিক সম্পাদক মাওঃ আঃ মান্নান, আল ইসলাহ সাবেক নেতা হাঃ আঃ আলী, অত্র ইউ,পি, তালামীযের সাবেক সভাপতি আলমগীর আল ইমরান, সম্পাদক সাংগটনিক সম্পাদক মেহেদী হাসান শান্ত,সহ সাংগটনিক তোফায়েল প্রমুখ নেত্রীবৃন্দ। পরিশেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড শাখা, স্কুল কলেজ থেকে আগত শত শত তালামীয কর্মির উপস্হিতিতে মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে অনুষ্টানে সমাপ্তি ঘোষনা করেন সভাপতি আবু সাঈদ মোঃ সায়েম।।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top