বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার আওতাধীন বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার বার্ষিক স্মারক আলোর পরশ-২০১৭ এর মোড়ক উন্মোচন ও কাউন্সিল অনুষ্ঠান গতকাল বাদ জোহর সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার কনফারেন্স হলে শাখার সভাপতি শাহিনুর আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আরবি বিভাগের সহকারি অধ্যাপক ও সুপ্রিমকোট মাজার মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা সভাপতি ফয়েজ আহমদ তাজির, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, অর্থ সম্পাদক শাহিন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসাইন, সুনামগন্জ জেলা তালামীয সদস্য মোঃ আবু হেনা ইয়াছিন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top