তালামীয নিউজ ২৪::
রাসুল (সা:) এর বংশদর সাইয়্যাদ
মোহাম্মদ আব্দুল্লাহ আল আয়দারুস
আল হুসাইনির সাথে সৌদি আরবে
এক সৌজন্য সাক্ষাতে মিলিত
হয়েছেন ফুলতলী ছাহেব (রহ.) এর দুই
সাহেবজাদা, বাংলাদেশ
আনজুমানে আল ইসলাহ এর স্থায়ী
কমিটির সদস্য মাওলানা নজম
উদ্দিন চৌধুরী ফুলতলি ও
বাংলাদেশ আনজুমানে আল
ইসলাহ এর মুহতারাম সভাপতি
মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী
ফুলতলি।
গতকাল বাদ এশা (২৬ এপ্রিল)
সৌদিআরবের মক্কা শরিফের
আজিজিয়া এলাকার স্থানীয়
হোটেলে এই সাক্ষাতকার
অনুষ্টিত হয়।
জমজম ট্রাভেলস ইউ কে
লিমিটেডের পরিচালক ও
সিরাজাম মুনিরা জামে
মসজিদের পরিচালক আলহাজ্ব মো.
মাহবুবুর রহমান চৌধুরী এর
পরিচালনায় অনুষ্টিত
সাক্ষাতকারে উপস্থিত ছিলেন
জমজম ট্রাভেলস বাংলাদেশের
পরিচালক মিজানুর রহমান,
বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়ার তথ্য ও
প্রযুক্তি সম্পাদক হাফিজ কাউসার
আহমদ।
সাক্ষাতকারে আওলাদে রাসুল
(সা.) বাংলাদেশে ইসলাম প্রচার
এবং প্রসারে বিভিন্ন বিষয়
নিয়ে আলোচনা করেন। তিনি
বিশ্বব্যপি আল্লামা আব্দুল লতিফ
চৌধুরী ফুলতলি (রহ.)”র বহুমুখি
খিদমতের ভূয়সি প্রশংসা করে
বলেন ফুলতলী সাহেবের
অনুসারিদের দ্বারা ইউরুপ,
এমেরিকাসহ মধ্যপ্রাচ্যেও বিভন্ন
দেশে ইসলামের ব্যাপক প্রচার
হচ্ছে।
তিনি ফুলতলী ছাহেব (রহ.)
প্রতিষ্টিত দারুল কিরাত
মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সম্পর্কে
বিভিন্ন খোজখবর নেন
পাশাপাশি এই খেদমত চালিয়ে
যাবার কথাও বলেন।
তিনি আগামীতে বাংলাদেশে
এসে ফুলতলী ছাহেব (রহ.)”র মাজার
জিয়ারতের ইচ্ছাও ব্যাক্ত করেন।
শেষে আওলাদে রাসুল (সা.) এর
দোয়ার মাধ্যমে সাক্ষাতকার
অনুষ্টান শেষ হয়।
তিনি দোয়ায় দেশ, জাতী ও
বিশ্বমোসলমানদের জন্য দোয়া
করেন।