তালামীয নিউজ ২৪ঃ
গত ১৬ জুলাই রোজ
শনিবার
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া সিলেট পুর্ব জেলার প্রশিক্ষণ সম্পাদক
হাফিয সাইফুর রহমান সজিব বলেছেন,
বর্তমান যুগে
মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।
আজ মাদরাসা
শিক্ষা বাংলাদেশে ব্যপক সুনাম অর্জন করেছে, এ দেশে
বিভিন্ন সময়ে মাদরাসা শিক্ষাকে কিছু কুচক্রি মহল
মাদরাসা শিক্ষার শিকড় কেটে দেওয়ার অপচেষ্টা
চালিয়েছিল এবং আলিম ফাযিলের ডিগ্রী সমমান মান
ছিলনা।
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ র.
তালামীযে ইসলামিয়াকে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ
দেশে আলিম ফাযিলের উচ্চমাধ্যমিক ও ডিগ্রী সমমান
সার্টিফিকেট মান বাস্তবায়ন করেন ও শত বছরের
আআন্দোলন স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় ২০০৬ সালে
ঢাকা মুখি হাজার হাজার গাড়ি নিয়ে তালামীয ও আল -
ইসলাহ কে নিয়ে বিশাল লং মার্চের মাধ্যমে
আন্দোলনের সুত্রপাত করেন। তারই ধারাবাহিকতায় আজ
আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন এ দেশে যুগ যুগ ধরে মাদরাসা শিক্ষা
আদর্শ সমাজ বিনির্মানে ব্যপক ভুমিকা পালন করে
আসছে।

তিনি শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া
ফাজিল মাদরাসা ছাত্র সংসদ আয়োজিত আলিম প্রথম
বর্ষের ছাত্র ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠানে বিশেষ
অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্তিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া
ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন
আতহার,
উপাধ্যক্ষ মাওলানা এম. এ ওহাব,
ফেঞ্চুগঞ্জ
উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা
শামসুদ্দোহা খান,
শিক্ষক মাওলানা আবু বকর মুহাম্মদ
নুরী।
অনুষ্ঠানে মাদরাসা ছাত্র সংসদের ভি পি রহমত আলীর
সভাপতিত্বে
অনুষ্ঠান সঞ্চালনা করেন জি এস আব্দুল্লাহ
আল নাঈম।
অনুষ্ঠানে আগত অতিথি, শিক্ষকবৃন্দ ও ছাত্র সংসদ
নেতারা নবাগত ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top