তালামীয নিউজ ২৪ঃ
গতকাল ১৮ জুলাই রোজ সোমবার
পাঠানটুলাস্থ লতিফিয়া
হিফযুল কোরআন মাদরাসা সিলেটের কনফারেন্স হলে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট
মহানগরীর ৮নং ওয়ার্ড তালামীযের
ঈদ পূণর্মিলনী
অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে
কেন্দ্রিয় সহ-প্রচার
ও প্রকাশনা সম্পাদক ও সিলেট মহানগর তালামীযের
সভাপতি হুমায়ূনুর রহমান লেখন বলেন, ইসলাম কখনো
সন্ত্রাসবাদ সমর্থন করে না।
ইসলাম মানবতার ধর্ম, মানুষ
হত্যা করা ইসলাম শিক্ষা দেয়না।
গোটা পৃথিবী যখন
অন্ধকারে নিমজ্জিত ছিল।
যে সমাজে হানাহানি
মারামারি ছিল নিত্য দিনের ব্যাপার।
তখনি সকল
অশান্তি যুলুম দুর করার জন্যে শান্তির পয়গাম নিয়ে
ধরাধামে তাশরিফ এনে ছিলেন শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ
(সাঃ)।
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্মে
সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।
যারা আজ মুখে
ইসলামের নাম নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে
যাচ্ছে তারা প্রকৃত মুসলিম নয়।ওরা ভ্রান্তবাদীদের
দোসর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য
রাখেন,কেন্দ্রিয় পরিষদের সদস্য তৌরিস
আলী,
কেন্দ্রিয় সদস্য ও মহানগর তালামীযের সাধারণ
সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ,
লতিফিয়া হিফযুল
কোরআন মাদরাসা সিলেটের শিক্ষক ও সিলেট জেলা
পুর্ব তালামীযের সাবেক সহ-সাধারন সম্পাদক মামুনুর
রশিদ।
অত্র ওয়ার্ড শাখার সভাপতি হাফিজ পিয়ার
হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শামছ
উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন
তিলাওয়াত করেন গোলাম আহমদ মাছুম,
শুভেচ্ছা বক্তব্য
রাখেন আমির হোসেন।
আরো উপস্থিত ছিলেন,
৯নংওয়ার্ড সভাপতি আঃ লতিফ,
আখতার হোসেন,
আবুল
হাসান, মাহবুবুর রাহমান,
মাহের আাহমদ,সফিকুল ইসলাম,
জসিম উদ্দিন, সেলিম আহমদ,গাউছুল আলম, তানবীর
আহমদ, ময়নুল ইসলাম মুন্না, আরিফ আলী ফাহিম,প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top