তালামীয নিউজ২৪ ::  শনিবার ১৬/০৭/১৬ ছাতক উপজেলাধীন ঐতিহ্যবাহী গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আলিম ১ম বর্ষের সবক্বদান, নবীনবরন অনুষ্টানে গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব অলিউর রহমান চৌধুরী বকুল এর সভাপতিত্বে ও প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো:আরিফুজ্জামান, বিশেষ অথিতির বক্তব্য রাখেন ছাতক থানারঅফিসার ইনচার্জ জনাব আশেক সুজা মামুন, উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব মো: মনিরুজ্জামান এবং অত্র মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সাবেক সভাপতি জনাব এডভোকেট হাজী আবুল কালাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক হাঃরফিকুলইসলাম তালুকদার এবং ছাত্র সংসদেন সাবেক ভিপি রাসেল অাহমদ।অারও উপস্থিত ছিলেন ছাতক উত্তর উপজেলা তালামীযের'র সভাপতি অাব্দুল মতিন রাজন,গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউ/পি'র সভাপতি জুয়েল অাহমদ,গভর্নিং বডির সদস্য, অভিবাবক শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।
 
Top