তালামীয নিউজ২৪ :: আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারন সম্পাদক, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রিয় সভাপতি ও শাহজালাল লতিফিয়া অাইডিয়াল একাডেমীর প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা'র পূর্ণ সুস্থ্যতা কামনায় বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলার উদ্দোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুলাই শনিবার বাদ জুহর শহরতলীর সোনাতলাস্থ সিরাজুল ইসলাম অালিম মাদরাসা মসজিদে এ মাহফিল অনুষ্টিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিরাজুল ইসলাম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ হাফিজুর রহমান।
শাখা ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অানোয়ার হুসাইনের উপস্থাপনায় অনুষ্টিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অানজুমানে অাল ইসলাহ সিলেট জেলা শাখার প্রশিক্ষন সম্পাদক মাওলানা মুজাহিদ উদ্দীন মাওলানা আজির পাশার পিতা বিশিষ্ট মুরব্বী আব্দুর রহমান মন্তাজ।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলার সহ সভাপতি মুহাম্মদ শাহাব উদ্দীন, লতিফিয়া অাইডিয়াল একাডেমীর রেজিষ্টার মুহা. জসিম উদ্দিন, সদর উপজেলা তালামীযের সহ সাধারন সম্পাদক আব্দুল খালিক, প্রচার সম্পদক হাফিজ শাহিন আহমদ,সহ-প্রচার সম্পাদক হাঃ আব্দুল মান্নান, রুকন উদ্দিন, হাঃ আলমগীর হুসেন, ওলীউল্লাহ নোমান, আব্দুর হাই, কাওছার আহমদ সহ তালামীযে ইসলামিয়ার বিভিন্ন শাখার দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।